পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ জয়দেব, বিদ্যাপতি ও চণ্ডীদাস। এই সময় সৰ্ব্বসাধারণকে প্ৰেমধৰ্ম্ম শিখাইতে এবং জাতিভেদের শক্ত বাধনের মূলে কুঠারাঘাত করিতে এক মহাপুরুষ বাঙ্গাল দেশে জন্মগ্রহণ করি. লেন। তিনি যেমন সমাজের একদিক্‌ ভাঙ্গিয়া চুরিয়া নূতন করিয়া গড়িলেন, তেমন সাহিত্যেরও একটা ওলট পালট করিয়া ফেলিলেন। কিন্তু তাহার কথা বলিবার পূৰ্ব্বে কয়েকজন বৈষ্ণব কবির কথা তোমাদিগকে বলিব, কারণ এই বৈষ্ণব কবিরাই আগমনী গান করিয়া সেই মহাপুরুষের আবির্ভাবের আভাস দিয়াছিলেন। তোমাদিগকে প্রথম বলিয়াছি, কিঞ্চিল্গুন ১••• বৎসর পূর্বে জয়দেব নামে এক বিখ্যাত কবি বঙ্গদেশে জন্মগ্রহণ করিয়া রাধাকৃষ্ণের প্রেম-লীলার গান সংস্কৃতে লিখিয়া গীত-গোবিন্দ নামক কাব্য রচনা করিয়াছিলেন । এই কাব্যের ভাষা বড় মধুর, ইহার ভাব