পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য S85 জায়গায়, জায়গায় খুব শুদ্ধ ও উচ্চ, কিন্তু আবার এক এক জায়গায় এতটা লজ্জাস্কর, যে ছেলেদের তাহা শুনিতে নাই । গীতগোবিন্দ ভারতবর্ষের সর্বত্র খুব আদর লাভ করিয়াছিল। পাড়াগায়ে ইতর লোকের জয়দেবী কবিতার ভাব লষ্টয়া রাধাকৃষ্ণ-লীলার গান বাঙ্গলায় বাধিয়াছিল। অনুমান হয়, প্রায় ১০০ • বৎসর যাবৎ এই সকল গান বাঙ্গলার পল্লীতে পল্লীতে গীত হইত। এই সকল গান এতটা অশ্লীল ও খারাপ যে মেয়েদের কাছে তাহার সকলগুলি গান করা চলিত না, সেই সকল গান গ্রামের বাহিরে যাইয়া ইতর লোকেরা গাহিত। এই গানের নাম ছিল “কৃষ্ণ-ধামালী”ধামালী শব্দটি নানারূপে ব্যবহৃত হইত, “ডাম্বাডোল” “ধুম্বল” “ঝুমুর”— শব্দগুলি ঐ শব্দের ভিন্ন ভিন্ন রূপ। এখনও রংপুর অঞ্চলে “কৃষ্ণ-ধামালী” চাষার গাহিয়া থাকে। প্রায় ৬০ বৎসর পূর্বে বীরভূম জেলার নানুর গ্রামে চণ্ডীদাস নামে এক মস্ত বড় কবি জন্মগ্রহণ করেন । তিনি ঐ সকল কৃষ্ণ-ধামালীর ভাব গ্রহণ করিয়া কৃষ্ণকীৰ্ত্তন নামে এক কাব্য রচনা করেন। তিনি সংস্কুতে