পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ֆ0b পশ্চাৎ ভাগেতে মুই দেখি তাকাইয়া। শত শত কুলবধু আছে দাড়াইয়া। নারীগণ অশ্রুজল মুছিছে অচিলে। ভক্তিভরে হরিনাম শুনিছে সকলে । অসংখ্য বৈষ্ণব শৈব সন্ন্যাসী জুটিয়া । হরিনাম শুনিতেছে নয়ন মুদিয়া । উড়িষ্যার সম্রাট প্রতাপরুদ্র, সাতগাঁয়ের ক্রোড়পতি রঘুনাথ দাস, হুসেন সাহের প্রধান মন্ত্রী সনাতন প্রভৃতি বহু শ্রেষ্ঠ ব্যক্তি,তাহার ‘দাস’ বলিয়া নিজদিগকে পরিচয় দিয়া কৃতাৰ্থ হইয়া গিয়াছেন। এদিকে কাশীর সর্বপ্রধান পণ্ডিত প্রবোখানন্দ স্বরস্বতী, বাঙ্গলা-বেহার উড়িষ্যার পণ্ডিতরাজ বাস্থদেব সাৰ্ব্বভৌম ও দাক্ষিণাত্যের সেই সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত ঈশ্বর ভারতীও ভৰ্গদেব চৈতন্যৰে ভগবানের অবতার বলিয়া পূজা করিয়াছিলেন। স্বয়ং সম্রাট আকবর সাহ চৈতন্ত দেবের ভক্তিপূর্বক গান রচনা করিয়াছেন। চৈতন্ত-দেবের । সহচর ছিলেন নিত্যানন্দ, রূপ সনাতন, রঘুনাথ গোপাল ভট্ট, অদ্বৈতাচাৰ্য্য জীবাস নরহরি প্রভৃতি। ইহার