পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য । جولا মঙ্গল প্রভৃতি আরও কয়েকখানি চৈতন্তের জীবন-চরিত বাঙ্গালাদেশে গত ৩৪০ কিম্ব ৩৫০ বৎসর যাবৎ আদর পাইয়া আসিয়াছে। তোমরা এই সকল বই ভাল করিয়া পড়িলে বুঝিতে পরিবে, কেন নবজাত শিশুকে নবদ্বীপচন্দ্র নদেরচাদ, নগরবাসী","গৌরচন্দ্র","গোরা' প্রভৃতি নাম দিয়া এখনও বাঙ্গালা দেশের পিতামাতা সেই ৪৫ বৎসর পূৰ্ব্বেজাত শিশুটির প্রতি ভালবাসা জানাইয়া থাকেন। । চৈতন্যদেবের তিরোধানের পরে নিত্যানন্দ, অদ্বৈত । প্রভৃতি সঙ্গীরাও স্বর্গগত হন। প্রায় পঞ্চাশ বৎসর বৈষ্ণবসমাজ কতকটা নিত্রিতের মত পড়িয়া থাকে।