পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンと> বৈষ্ণব-সমাজ ইং ১৫৭৩ সনে বৃন্দাবন দাস নামক এক ব্রাহ্মণ চেতন্য ভাগবত রচনা করেন । বৃন্দাবন দাস চৈতন্সের সঙ্গী শ্ৰীবাসের ভ্রাতুষ্পপুল্লী নারায়ণীর পুত্ৰ ছিলেন । এই পুস্তকখানি বৈষ্ণব সমাজে খুব আদৃত । ইহাতে বাঙ্গল দেশের প্রাচীন সমাজের অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। কিন্তু বৰ্দ্ধমান ঝামটপুর-বাসী বৈদ্ধ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতই বৈষ্ণব ঐতি হাসিক পুস্তকগুলির মধ্যে সৰ্ব্ব শ্রেষ্ঠ । কৃষ্ণদাস ১৬ বৎসর বয়সে সন্ন্যাসী হইয়। বৃন্দাবনে গমন পূৰ্ব্বক সংস্কৃতে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেন । ৮৭ বৎসর বয়সে তিনি চৈতন্ত চরিতামৃত লিখিতে মুরু করিয়া ৯৩ বৎসরে সমাধা করেন । চৈতন্ত-চরিতামৃতে বৈষ্ণব ধৰ্ম্মের যে ব্যাখা আছে এবং ইহাতে । যেরূপ পাণ্ডিত্য প্রদর্শিত হইয়াছে, বোধ হয় আঙ্গ পৰ্য্যস্ত বাঙ্গালা কোন পুস্তকে সেরূপ অসামান্ত বিদ্যাবস্তু দেখান হয় নাই। এই পুস্তক ভক্তি-প্রেমের অফুরন্ত নিৰ্বর, অধ্যবসায়ের কল্পতরু বিশেষ। চৈতন্যচরিতামৃত ইংরাজী ১৬১ সালে লিখিত হয়। . . )