পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য •. ՏԳb বাসাও যেরূপ সত্য, সেই সঙ্গে রাগ—ত্যাগ-হিংসাও আবার তেমনই সত্য। রাগের বশে কত নায়ক কত নায়িকাকে হত্যা করিয়াছে, হিংসার আগুনে কতজন আবার পুড়িয়া মরিয়াছে। বৈষ্ণব কবির প্রেমেও :রাগ আছে, তাহার নাম মান। এই মান যার উপর রাগ করে, তাকে তত ব্যাথা দেয় না, যতটা সে নিজে পায়। মান রাগের ছদ্মবেশ মাত্র। ইহাতে— “এক চক্ষু বলে আমি কৃষ্ণরূপ হেরব। আর চক্ষু বলে আমি মুদিত হয়ে রব।” $ বৈষ্ণব কবির প্রেমেও ত্যাগ আছে, সে ত্যাগের নাম “মাথুর।” তাহাতে কৃষ্ণকে রাধা যেরূপ পাইয়াছিলেন, এরূপ আর কিছুতেই পান নাই। "মাথুরে” বাহিরের কৃষ্ণ স্বরে আসিয়া একবারে মনের আসনে অধিষ্ঠিত হইয়াছিলেন। মূল কথা বৈষ্ণব কবিদের ८थम कूणकरण उन्नैौ ।। ३शरङ ब्रांश-श्निा-डाश