পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ মনসাদেবীর গান পরিল না, সে তার কপালের সিন্দুর মুছিয়া ফেলিল না, সে হাতের শাখা ভাঙ্গিল না, তার খোপা হইতে মালতী ফুলের মালা খুলিয়। ফেলিল মা এবং গলার হীরার হার, হাতের অনন্ত ও কঙ্কণ এবং পায়ের নূপুর খুলিয়। সে বিধবা সাজিল না । সে একটা কলাগাছের ভেল তৈরী করাষ্টয়া মৃত স্বামীকে লইয়া তার উপরে উঠিল এবং গাঙ্গড় নদীর কালে ঢেউএর উপর বিছাতের মত ভেল। চালাইয়া দিয়া স্বামীকে প্রাণ দেবে—এই সংকল্প করিয়া চলিয়া গেল। নদীর দুই পারে দাড়াইয়া লোকেরা দেখিল –যেন সাক্ষাও সাবিত্রী যমরাজের সঙ্গে বোঝাপড়া করিতে ছুটিয়াছেন। মনসাদেবীর কৃপায় বেহুল স্বামীর জীবন ফিরিয়া পাইয়াছিল ; শুধু তাহাই নহে, সে তাহার ছয়টি মৃত ভাস্বরকেও বাচাইয়াছিল । তাহা ছাড়া দেবীর কৃপায় চাদ সদাগরের সাত ডিঙ্গ সমস্ত দ্রব্যাদি সমেত কালীদহের জল হইতে তুলিয়া আনিয়াছিল। কিন্তু তাহার আসল বাহাদুরী, তাহার সর্বাপেক্ষ বড় কাজ, তাহার শ্বশুর চাদ সদাগরকে দিয়া সে মনসাদেবীর পূজা করাইয়াছিল ।