পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য b〜 এই হইল মনসাদেবীর গানের বিষয়। সেই পুরাণকালের ভাষা, তাহার কোন শ্ৰী নাই, কথার লালিত্য নাই, কিন্তু তবুও যদি বেহুলার দুঃখের কথা পড়, তবে তোমারও চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িবে। কোন সময় হইতে যে মনসাদেবীর গান রচনা হইয়া আসিতেছে তাহা বলা যায় না—আমরা এই গানের যতজন লেখকের নাম পাইতেছি, তাদের মধ্যে সকলের অপেক্ষ পুরাতন হরিদত্ত-ইষ্ঠার বাড়ী ছিল সম্ভবত বাখরগঞ্জ জেলায়। ইনি ইং ১ • ০ সনের কাছাকাছি কোন সময়ে জীবিত ছিলেন বলিয়া মনে হয়,—সুতরাং তিনি এখন হইতে ৭০০ বছর পূৰ্ব্বে জীবিত ছিলেন। তাহার পরে ঐ জেলায়ই ফুলস্ত্র গ্রামে বৈদ্য সনাতনের পুত্র বিজয়গুপ্ত খুব বড় আর একখানি ভাসান গান রচনা করেন। যখন ইনি পুস্তক লিখেন তখন বাঙ্গালার সম্রাট ছিলেন-হুসেন সা'। তখন ফুলঐ গ্রামের উত্তরে এক মহা প্রতাপশালী রাজা রাজত্ব করিতেছিলেন, তাহার নাম ছিল অর্জুন । - বিজয় গুপ্তের মনসা-মঙ্গল এতটা আদর ও সম্মান পাইয়াছিল যে ৪০০ বছর আগে রচিত হইলেও এই