পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& মনসাদেবীর গান বই এখনও বাঙ্গাল দেশে শত শত লোক পড়িয়া থাকে। শ্রাবণ মাসের সংক্রান্তির দিন ঘরে ঘরে মনসাদেবীর পূজা হয়। নোয়াখালী, চট্টগ্রাম, ত্রিপুর, বাখরগঞ্জ প্রভৃতি জেলায় মনসাদেবীর পূজার মণ্ডপে মেয়ে পুরুষেরা এক ন হইয়া এই বই গানের ছন্দে পড়িয়া থাকেন। বইখানির আকার নেহাৎ ছোট নয়। তোমরা কাশীদাসী মহাভারত দেখিয়াছ, বিজয় গুপ্তের মনসা-মঙ্গলের আকার প্রায় তাহার অৰ্দ্ধেক হইবে । ভদ্র ঘরের পুরুষ ও মেয়ের দুইটা পৃথক জায়গায় বসিয়া যান, ইতর লোকের পুরুষ মেয়েরাও তাহাদিগের কাছেই বসিতে পায়। স্ত্রীপুরুষদিগের মধ্যে একজন বুড়া ভাল গায়ক এক ছত্র গাহিয়া দেন,—পুরুষের দল এবং পরে মেয়ের একত্র হইয়া সেই গানের দোহারী করেন, এইভাবে গান জমিয়া উঠে । যখন বেহুল৷ স্বামীর মরা দেহ লইয়া গাঙ্গড়ে ভাসিয়া যান,--তখন স্ত্রীলোক ও পুরুষ একত্র কাদিতে কঁাদিতে গানগুলি গাহিতে থাকেন । র্যাহারা গান করেন, তাহার কাদেন এবং র্যাহারা শোনেন তাহাদের ও চোখের জল শুকাইতে পায় না । বেহুল স্বামীর জন্য কত উপবাস করিয়াছেন,