পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য )న8 ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকের কাজ করিয়া ছিলেন । - কেরি এই সকল পণ্ডিতকে দিয়া বাঙ্গল গদ্য পুস্তক রচনা করাইয়াছিলেন। কিন্তু মৃত্যুঞ্জয় প্রভৃতি পণ্ডিতের সংস্কৃষ্ঠের জাহাজ ছিলেন, তাহারা বাঙ্গলা ভাষাকে তাদৃশ স্বচক্ষে দেখিতেন না। অথচ বাধ্য হইয় তাহাদিগকে বাঙ্গলা ভাষায় বই লিখিতে হইয়াছিল। র্তাহারা নিজেদের অগাধ সংস্কৃত বিদ্যা দ্বারা বাঙ্গলা ভাষার ক্ষীণ শরীরটা প্রকাগুরূপে ভারাক্রান্ত করিয়া তুলিয়াছিলেন । সেই “পণ্ডিতী বাঙ্গলা" একটা কিন্তু ত-কিমাকার পদার্থ হইয়া দাড়াইয়াছিল। তাহার নমুনা দেখিলে তোমরা ন। হাসিয়া থাকিতে পারিবে না। মৃত্যুঞ্জয় পণ্ডিতের লেখা হইতে কিছু নমুনা দিতেছি – “ঈদৃশরূপে জাতমাত্র বালকের উত্তরোত্তর বয়োবৃদ্ধি ক্রমে ক্রমশঃ প্রবর্তমান। চতুৰ্ব্বাহরূপ ভাষা অন্মদ"দিতে যুগপৎ প্রবর্তমানজরূপে যদ্যপি প্রতীয়মান ইউন তথাপি পূর্বোক্ত পরাপশুন্তী মধ্যম বৈখরীরূপ চতুৰ্ব্ব্যূহ ৰূপেতেই প্রবর্তমান হউন।” প্ৰবোৰ চন্ত্রিকা। এক যুগের সাহিত্য ভরিয়া এই পণ্ডিতী বাঙ্গল পূর্ণ