পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য २०२ দিবা তারে অল্পকষ্ট করিব যৌবন নষ্ট রাখাইবা তাঙ্গারে ছাগল । - এই পত্ৰ শুনিয়া খুল্পনা জ্বলিয়া গেল। তই সতীনে গালাগালি মুখোমুখি তারপর ধরাধরি চুলচুলি তারপর কিলাকিলি হইলে বলেতে লহনা খুল্লনার সকল অলঙ্কার ও উত্তম বস্ত্ৰাদি কাড়িয়া লইয়া তাহাকে ছিড়া কাণি পরাইয়া ছাগল রক্ষণে নিযুক্ত করিল।” ১১২ নং গল্প ২৪১-২৭২ পৃষ্ঠা, ইতিহাস মালা । কেরি সাহেল "কথোপকথন’, ‘বাঙ্গালা ভাষার ব্যাকরণ’ প্রভৃতি আরও অনেকগুলি পুস্তক এই দেশের ভাষার রচনা করিয়াছেন । কেরির পরে সাহেবদের মধ্যে যাহারা বাঙ্গালা লিখিয়াছেন, তাহাদের মধ্যে মার্শমানের লেখা অপেক্ষাকুত বিশুদ্ধ। কিন্তু ফোর্টউইলিয়াম যুগের তিনখানি বাঙ্গাল। গদ্য বই সৰ্ব্বাপেক্ষ প্রসিদ্ধ। দোষে গুণে মৃত্যুঞ্জয়ের “প্রবোধ-চন্দ্রিক।” সে আমলের একটা বড় কীৰ্ত্তি । ইহার একদিকে পণ্ডিতী বাঙ্গালার ঘটা—যেন আষাঢ়ে ঘন মেঘের মত জমিয়া সাহিত্যাকাশের একটা দিক অণধার করিয়া রাখিয়াছে, আর একদিকে চলিভ