পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য سرا ه ډ লড়াই তখনকার বাঙ্গালা পাঠকদের একটা বিশেষ আকর্ষণের বিষয় ছিল । ইহার পরে ঈশ্বর গুপ্ত ‘প্রভাকর পত্রিকায় এবং গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য্য ( গুড় গুড়ে ভট্টাচাৰ্য্য ) রসরাজ' আর এক রকমের লড়াই আরম্ভ করিয়াছিলেন, তাহার লেখার রুচি এরূপ কদৰ্য্য ছিল যে লং সাহেব গবর্ণমেণ্টের নিকট আবেদন-নিবেদন করিয়া খারাপ লেখার শাসন ও বারণ জন্য আইন করাইতে বাধ্য হইয়াছিলেন । ফোর্ট উইলিয়াম কলেজের লীলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজ লেখকেরা বাঙ্গলায় বই "লেখা একরূপ ছাড়িয়া দিলেন। আমাদের পক্ষ হইতে এটি বেশ বলা চলে যে তাদের আর বাঙ্গলায় বই লিখিবার দরকার হয় নাই, কারণ র্তাহারা ভূগোল গণিত হইতে স্বরু করিয়া ইতিহাস সাহিত্য প্রভৃতি প্রায় সকল বিষয়েই গড়ে বই লেখার প্রণালী বাঙ্গালীদিগকে শিখাইয়া দিয়াছিলেন । বাঙ্গালীরা যখন এই লেখার বিদ্যাটা আয়ত্ত করিয়া লইল, তখন সাহেবের আর বাঙ্গলায় ৰই লিখিতে যাইয়া বাঙ্গালীদের সঙ্গে কি করিয়া জাটিয়া উঠিতে পারিবেন ?