পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৯ বাঙ্গালা গদ্য ১৮২• হইতে ১৮৩৯ সনের মধ্যে যে সকল গদ্য লেখক পুস্তক লিখিয়াছিলেন, তাহাদের মধ্যে সর্বাপেক্ষ শ্রেষ্ঠ ব্যক্তি রাজা রামমোহন রায় । ইনি ফোর্ট উইলিয়াম কলেজের সাহেবদের নিকট কোনরূপ ঋণী নহেন। ইনি একাই ‘একশ’ ছিলেন। শুধু বাঙ্গল দেশে রামমোহন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন না, তখন র্তাহার সমকক্ষ ব্যক্তি পৃথিবীতে আর ছিল না । রাজা রাম মোহন রায় যখন বিলাতে যান, তখন ইউনিটিরিয়ান সভা ভঁাহাকে যেরূপ অভ্যর্থনা করিয়াছিল, তাহা আমাদের সমস্ত বাঙ্গালী জাতির গৌরব বিষয় । সভাপতি মহাশয় এই উপলক্ষে বলিয়াছিলেন, যে “আজ যদি সক্রেটিশ, নিউটন বা মিল্টন সশরীরে আমাদের নিকট উপস্থিত হইতেন, র্তাহাকে আমরা হৃদয় ঢালিয়া যেরূপ ভক্তি দিতাম, আপনাকে আমরা সেই ভক্তি দিতেছি । র্যাহারা দক্ষিণ গোলাৰ্দ্ধ সন্ধানে গিয়াছিলেন, তাহারা সৰ্ব্বপ্রথম “গোলডক্রস" নামক আশ্চৰ্য্য নক্ষত্রপুঞ্জ দেখিয়া যেরূপ বিস্ময় ও আনন্দে বিহ্বল হইয় পড়িয়াছিলেন, আমরা সেইরূপ আনন্দ ও বিস্ময়সহ আপনাকে ভক্তি দিতেছি ।” রামমোহন রায় পৃথিবীর Ş8