পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য * >b" সমাস, ছোট ছোট কথা এমনই কৌশলে তিনি বাঙ্গালার গায়ে পরাইয়া দিলেন, যে আমাদের ভাষা সম্পন্ন গৃহস্থের মেয়ের মত বড় সুন্দর দেখাইল,-সেই গয়না অতিরিক্ত ভাবে পরিয়া তাহার চলাফেরার কোন বাধ৷ হইল না। পূর্বের পণ্ডিতদের হাতে গয়না পরিয়া বঙ্গভাযা একেবারে ভারে এলাইয় পড়িতেন, তাহার উত্থানশক্তি ও গতিশক্তি কহিত হইত। কিন্তু বিদ্যাসাগরের হাতের সাজাম মে টি শে ছুটাছুটি করিয়া চলিতে লাগিল । এখনও “সীত র বাস” পড়িলে চোখের জল পড়ে, তার ভাঘ ও ভাব কিছুই পুরাণে৷ হইয়া যায় নাই। এমন কি ব স্কমবাবুর ভাষাও কতকটা সেকেলে হইয়া গিয়াঢ়ে। দুর্গেশ-নন্দিনী প্রথম প্রকাশের পরে পাঠকবর্গ যেরূপ দীর্ঘ নিশ্বাস ও চোখের জল দিয়া তাহার অভ্যর্থনা করিয়াছিল, এখন ত সে বই আর তেমন ভাল লাগে না । কিন্তু বিদ্যাসাগরের শকুন্তল ও সীতার বনবাস এখন পড়িলে, এখনই হৃদয় মুগ্ধ হইয়া যাইবে । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের “মায়ু-জীবন ও রাসমণির “জীবনী” এই ছুইখানি পুস্তকের ভাষাও পুরাণে হইয়া যায় নাই।