পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > মনসাদেবীর গান তা টের পায়। তোমরা তোমাদের মায়ের কথা মনে করিয়া এই ছত্র দুইটি পড়, তোমাদের প্রাণে মায়ের স্নেহের বেদনা একটা সাড়া দিয়া উঠিবে। বিজয় গুপ্ত যখন বাখরগঞ্জের ফুলস্ত্র গ্রামে বসিয়া বাঁশের কলম দিয়া তুলট কাগজের উপর এই কাব্য রচনা করিতেছিলেন, প্রায় সেই সময়ে ময়মনসিংহ জেলায় বুড় গ্রামে নারায়ণ দেব আর একখানি মনসামঙ্গল লিখিয়াছিলেন । নারায়ণ দেবের জন্মস্থান ছিল মগধ এবং তিনি জাতিতে কায়স্থ ছিলেন । প্রায় ৪৫০ বৎসর হইল তাহার কাব্যখানি লেখা হইয়াছিল। বেহুলার কথা তিনিও লিখিয়াছেন। তিনি চোখের জল বাম হাতে মুছিতে মুষ্টিতে ডান হাত দিয়া লিখিয়া গিয়াছেন—বেহুল স্বামীকে মৃত দেখিয়া কাদিয়া, বলিতেছেন,— “অমৃত সমান রে’ প্ৰভু তোমার মুখের বাণী। পুনরপি না শুনিলুম মুই অভাগিনী। হাতের শখ ভাঙ্গিমুকঙ্কণ করিমুচুর। মুছিয়া ফেলিমু আমি সিথির সিন্দুর।