পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ চণ্ডীমঙ্গল। মনসা-মঙ্গলের মত চণ্ডীমঙ্গলেরও এক সময়ে খুব আদর ছিল চণ্ডীমঙ্গলের গল্প দুইটি। তাহার একটিতে কালকেতু ও ফুল্লরার কথা আছে। - কালকে ব্যাধের ছেলে, পাঁচ বছর বয়সেই সে । হরিণ শিকার করিতে পারিত, তখন তাহার কাণে দুইটা কুণ্ডল ছিল, সুতো দিয়া বাধা বাঘের নখ বুকের উপর বুলিত এবং দুইটি হাত লোহার শাবলের মত শক্ত ছিল। সে বঁটুল ছুড়িয়া পাখী মারিত, এবং শিশুদের সঙ্গে যদি ঝগড়া করিত, তবে তাহাদিগের এক একজনকে এমনই জোরে আকড়াইয়া ধরিত, যে তার প্রাণ ংশয় ঘটিত। বাহুবলে তাহার সঙ্গে কেহ অাটিয়া উঠিতে পারিত না। তার শরীরটি কালো রংএ একটা जबाग्ने मत्व बङ नशहेछ। शां ७को शऔद्र বাচ্ছা যেমন দেখায়, সে দেখিতে তেমনই ছিল । শিশুদের মাঝখানটায় তাকে দেখলে মনে হত যেন সে শিশুদের মোড়ল ।