পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য 8 o কিন্তু এ সকল কথা ত কথা নয়—তার যে কথা বলিতে বুক ফাটিয়া যাইতেছে, অবশেষে স্বামীর কোচায় মুখ লুকাইয়া চক্ষের জল সংবরণ করিয়া গৌরী সে কথাটি বলিয়া ফেলিল। তখন তার কোমল ঠোট দুখানি কঁাপিতেছিল ও চোখের জল স্বামীর কোচায় মিশিয়া ঢাকা পড়িয়া গিয়াছিল। গৌরী বলিল— “তোমার দেশে যাইমু সূৰ্য্য আমি 'মা' বলিমু কারে ?” তখন উভয়ে ডাঙ্গায় উঠিয়াছেন । অতি স্নেহে অতি আদরে গৌরীর মুখখানি বুকে ঢাকিয়া সূৰ্য্যঠাকুর বলিতেছেন,— “আমার যে মা আছে 'মা' বলিবে তারে।” এই সূর্য্যের গানে দেবতারা মানুষের ঘরে আসিয়া লীলা খেলা করিতেছেন, তাহাদের আমরা আপনার জনের মতন পাইতেছি । বৈষ্ণব-কবিতা এই ভাবের সৌন্দৰ্য্য আরো শতগুণে বাড়াইয়াছিল, তাহা পরে লিখিব । -