পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 q শিবঠাকুরের গান মাল মসলা নূতন সাজে আনিয়াছেন, সেইখানেই ঠকিয়াছেন। ভাষায় সংস্কৃত শব্দ আনিয়া এই পাড়াগায়ের ছড়াটিকে মাঝে মাঝে বড়ই খাপ ছাড়া করিয়া ফেলিয়াছেন । চাষাদের কথা চাষাদের ভাষাতেই মানায়, সেই কথার মধ্যে পণ্ডিতী চাল দিলে তাহা মাটী হইয়া যায় । রামেশ্বরী শিবায়ণে স্থানে স্থানে এই গুরুচণ্ডালী দোষ হইয়াছে ।