পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ ধৰ্ম্মমঙ্গল কাব্য। বৌদ্ধধৰ্ম্মট এদেশ হইতে চলিয়া যাওয়ার কিছু পূর্বে ইহার আকারটা বড়ষ্ট অদ্ভূত রকমের হইয়া গিয়াছিল। বুদ্ধদেব ধৰ্ম্মঠাকুর নামে ছোটলোকের মধ্যে পূজা পাইতেছিলেন। এই ধৰ্ম্মঠাকুরের পূজার গানও একসময়ে বাঙ্গালা দেশে খুব আদর পাইয়াছিল। “ধৰ্ম্মমঙ্গল” কাব্যের প্রধান ব্যক্তি ছিলেন, লাউসেন। ইনি মেদিনীপুরের অন্তর্গত ময়নাগড়ের রাজা কর্ণসেনের পুত্র ছিলেন। লাউসেনের মায়ের নাম ছিল রঞ্জাবতী। রঞ্জাবতী, গৌড়ের রাজাধিরাজ ধৰ্ম্মপালের শ্বালিকা ছিলেন। ধৰ্ম্মপালের শু্যালক ছিলেন মহামদ-লোকে ইহাকে "মাহুষ্ঠা বলিয়া ডাকিত। মহামদ গৌড়ের রাজার প্রধান মন্ত্রী ছিলেন । - ধৰ্ম্মপালের গোয়াল জাতীয় এক প্রজা ইছাই cषाब भूव यदन इहेम्ना दिाजाशै इग्न : हेशहे cषाष