পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । নাথ-গীতিকা । গোরক্ষ-বিজয় । নাথ-সম্প্রদায় নামক এক শ্রেণীর লোক ইং ১১০ ০— ১ • • সনে বঙ্গদেশে এবং ভারতবর্ষের অপরাপর স্থানে প্রবল হইয় উঠেন । ইহঁারা বৌদ্ধধৰ্ম্ম ও শৈবধৰ্ম্ম এই হুই ধৰ্ম্ম হইতে মত সংগ্রহ করিয়া একটা মাঝামাঝি ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন, এই ধৰ্ম্মের নাম নাথধৰ্ম্ম । এই ধৰ্ম্মের, গুরু ছিলেন মীননাথ । মীননাথের প্রধান শিষ্য গোরক্ষনাথ সম্ভবতঃ পাঞ্জাবে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু গোরক্ষনাথ বাঙ্গালা দেশেই অনেক কাল কাটাইয়াছিলেন, এদেশে তাহার অনেক শিল্প হইয়াছিল। গোরক্ষ বিজয়’ নামক একখানি ' পুরাণ কাব্য পাওয়া গিয়াছে। এই পুস্তকের খসড় তৈরী হইয়াছিল ১১• • ১২ • • সনে, তার পরে অনেক