পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গললা সাহিত্য Qob” ইহার মধ্যে যমদূতেরা আসিয়া রাজার প্রাণ লইয় গেল । রাজার প্রাণ যমদূতেরা লইয়৷ চলিয়া গিয়াছে শুনিয়া ময়ন ঝড়ের মত যমদূতদের পিছনে পিছনে ছুটিলেন। তিনি সাবিত্রীর মত জোড় হাতে যমরাজের পিছু পিছু স্বামীর প্রাণ ভিক্ষা চাহিতে গেলেন না, একেবারে লাঠি হাতে যমকে মারিয়া ফেলিবার জন্য দাপটে চলিয়া গেলেন। ভয়ে যম চিংড়ি মাছ হইয়া জলের মধ্যে ঢুকিলেন। ময়না পানিকাউড় হইয়া চিংড়ি মাছ খুজিয়া বাহির করিলেন। যম চিল হইয়া আকাশে উড়িলেন। ময়না বাজ হইয়া চিলকে তাড়া করিলেন। যম সাধু সাজিয়া বৈষ্ণবদের মধ্যে বসিলেন। ময়না মধুর মাছি হইয়া সাধুর মাথায় হুল ফুটাইলেন। কিন্তু যমকে মারিয়া ধরিয়া কোন ফল হইল না । মাণিকচাদ প্রাণ আর ফিরিয়া পাইলেন না। ধৰ্ম্মের বরে বুড়ে বয়সে রাণীর এক পুত্র হইল ইনিই রাজা গোবিন্দচন্দ্র বা গোপীচন্দ্র । এই রাজা যখন ছোট ছিলেন, তখন ময়নামতী হাড়িসিদ্ধার মন্ত্রণ লইয়। রাজ্য শাসন