পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য १२ মূৰ্ত্তি দেখিয়া উহাকে ভুলাইবার চেষ্টা করিল, কিন্তু নানারূপ অত্যাচার সহ্য করিয়াও গোবিন্দচন্দ্র খাটি রহিলেন, তাহার চরিত্রের কোন দোষ ঘটিল না। বার বছর পরে যখন জটা মাথায়, বাকল-পরা রাজা উস্ক শুষ্ক মুখে নিজ রাজ-বাড়ীর অন্দরে ঢুকিতে চেষ্ট করিলেন, তখন অদ্ভূনা তাহাকে চিনিতে না পারিয়া রাজ-বাড়ীর প্রকাণ্ড কুকুর লেলাইয়া দিয়া তাড় করিলেন, কুকুর স্বীয় প্রভুকে চিনিতে পারিয়া আনন্দে লেজ নাড়িতে লাগিল। অন্ধন প্রকাও রাজহস্তীটাকে লেলিয়া দিলেন,—অচেনা অতিথকে পায়ে দলিয়া মারিতে। হাতী স্বীয় প্রভুকে চিনিতে পারিয়া হাটু গাড়িয়া বসিয়া শুড় ঘুরাইয়া প্রণাম জানাইল ও তার ছই চোখের জল পড়িতে লাগিল। তখন হঠাৎ অস্থান স্বামীকে চিনিতে পারিলেন, বার বছর শেষ হইয়াছে— সে কথা মনে পড়িল । তখন নীচে নামিয়া আসিয়া মাথার চুল দিয়া গোবিন্দচত্রের পা দুখানি যেন ৰাধিয়া ফেলিলেন এবং বলিলেন “প্রস্তু, অবোধ পশুর তোমাকে চিনিল আর তোমার হতভাগিনী রাণী