পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(২) শূন্য পুরাণ পূর্বেই বলা হইয়াছে বুদ্ধকে ছোট লোকের ধৰ্ম্মঠাকুর বলিয়া পূজা করিত। রমাই পণ্ডিত একজন ধৰ্ম্ম-পূজার প্রধান পুরোহিত ছিলেন। ইনি ধৰ্ম্মপালের সময় বিদ্যমান ছিলেন, সুতরাং ইং ১০৷১১ শত সনের মধ্যে কোন সময়ে তিনি জন্মিয়াছিলেন। শূন্ত পুরাণ রমাই পণ্ডিত লিখিয়াছিলেন। ইহাতে ধৰ্ম্মঠাকুরকে কি ভাবে পূজা করিতে হয়, তাহার সম্বন্ধে খুটি নাটি অনেক কথা আছে। সৃষ্টি কেমন করিয়া হইল, স্বষ্টির প্রথমে নিরঞ্জন প্রভূর কিরূপ উৎপত্তি হইল এবং তাহার বাহন উলুক কি কি করিলেন, সে সকল কথা এই পুস্তকে আছে। সৰ্ব্বপ্রথম শিবঠাকুর ধৰ্ম্মকে পূজা করেন । তিনি কোনও সময় উলঙ্গ থাকেন, কোনও সময় দুর্গন্ধ বাঘছাল পরেন, কোনও সময়ে ভিক্ষা করিয়া চাল পান, কখন শুধু হরতকী খাইয়া ক্ষুধা নিবৃত্তি করেন, কখনও বা উপোস করেন। এই সকল দেখিয়া এক ভক্ত র্তাহাকে চাষ কবিয়া ধান বুনিতে বলিতেছেন, কাপাস বুনিয়া তুলে তৈরী করিয়া ভোৱ ।