পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: * সারধৰ্ম্ম । ** মান্ধকারে জাছgইয়াও ধর্মেরস্নিৰ্ব্বচনীয় শান্তি উপভোগ করিতেছে। কি উদার ভাব স্বকী কবিদিগের কবিতা ও গীত সকল এইরূপ উদার ভাবে পরিপূর্ণ। সুফী কবিরণ বলেন যে, ঈশ্বর-প্রেমই সার ধৰ্ম্ম এবং সুকল ধৰ্ম্মাবলম্বীর সেই একমাত্র ঈশ্বরের উপাসনা করিতেছে । তাহারা সকল ধৰ্ম্মের মধ্যে ঐক্য ੱਜ করিয়া সকল ধর্মাবলম্বীদিগের মধ্যে প্রেম সংস্থাপন করিতে যত্নবান । এই সুফী কবিদিগের কবিতা ও গীত, কৃতবিদ্য মুসলমানদিগের অত্যন্ত প্রিয় ; অতএব মুসলমানের যে ক্রমে সারধৰ্ম্মের গুরুত্ব অনুভুব করিতেছেন, তাহা প্রমাণিত হইতেছে। * হিন্দুধৰ্ম্ম যেমন সারধৰ্ম্মের গুরুত্ব অনুভব করিতে পারিয়াছে, এমন খ্ৰীষ্টীয়ধৰ্ম্ম ও মুসলমান ধৰ্ম্মের অত্যুস্ত অগ্রসর সম্প্রদায় সকলও পারে নুই। হিন্দুধৰ্ম্মাবলম্বীরা ধৰ্ম্ম বিষয়ক তর্ক ও বিবাদ হইতে যেমন বিরত, এমন অন্য কোন ধৰ্ম্মবলম্বীরা নহেন। সকল হিন্দুরাই এরূপ বিশ্বাস করেন যে, যে জাতির যে ধৰ্ম্ম সেই ধৰ্ম্ম যাজন করিলেই সেই জাতি পরিত্রান্ত হইবে। এই বিষয়ে হিন্দু ধৰ্ম্মের মত যেরূপ উদার, এমন জন্য ধৰ্ম্মের নইে। .সকল হিন্দু মুক্তকণ্ঠে স্বীকার' করেন, যে যেরূপে ঈশ্নরকে ভজনা করে, করুণাময় ভক্তবুৎ” স্নল ঈশ্বর তাইার সেই ভজনা গ্রহণ করিয়া নিজে তাহাকে তিনি সেইরূপভজের "যে যথা মাংগ্ৰপদ্যন্তে স্তাংস্তথৈৱ ভজাম্যহং|” মারোদত ভাষা শিক্ষা করিয়া ইষ্ট ਜੋ अलुग्'ि করিলে অনেক উপকার লাভ করিতে পারেন।