পাতা:সাহানামা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯ সাহানাম অভিষেক করিলেন। আর তিনজন কেহ মন্ত্রি কেহ সৈমাধ্যক্ষ এইমত নিযুক্ত করিয়া কাউছের আজ্ঞাবহ থাকিতে আজ্ঞা করিলেন । এৰ’ আর কহিলেন ফরেদর ন্যায় রাজ্য অংশ করিলে বিবাদ হইবে, তৎপরে কিয়দিবস গতে কয়কোবাদ সগারোহণ করিলেন । r - ജ്ജ്ഞങ്ങ কয় কাউছ বাদসাহর বিবরণ ! কয়কাউছ তত্তে বসিয়া পিতার নীতি মত দান ও স্বস্থিচার ও প্রজারদিগেকে প্রতিপালন করিতে লাগিলেন, কিয়ৎ দিবসান্তে মীজ দরান দেশের এক জন গায়ক তাহার নিকটে অসিয়া সে দেশের বিস্তর প্রশংসা করিল তাহ শুনিয়া কাউছ আনন্দিত হইয়া আপন মন্ত্রি ও সেনাপতি দিগেকে কহিলেন ষে জমসেদ ও জোহাক হইতে অমর অধিক রাজ্য ও ধন হইয়াছে, কিন্তু বাদসাহ লোকের গৃহে বসিয়া শুদ্ধ কাল হরণ করা উচিত নহে, আমি একবার দেশ ভ্ৰমণ করিতে যাইব ? অামীর ও উজিরের সকলেই সন্মত হইলেন, কিন্তু তাহারা গোপনে পরামর্শ করিস যে মীজন্দারাণ দেশ দৈত্যদিগের দেশ সে স্থানে গমন করিলে তাহারা আমার দিগেকে নষ্ট করিবেক , অতএব সেস্থানে যাওয়া উচিত নহে যেহেতু পূৰ্ব্বকার বাদসাহর সে দেশে গমনেচ্ছক কেহকখন হয়েন নাই,বিশেষতঃ ফরেন্টু বাদসহ অনেক দৈববিদ্যা জানিত যাহার প্রভাবে সে অনয়াসে অফুেশে জোহাককে পরাজয় করিল, ভুছ; কেন্তুহম, করসাম্প; গোদরজ ও গেও প্রভৃতি প্রধান সেনাপতি ছিলেন, কিন্তু কাউছকে নিষেধ করিতে কেছ পরিলেন না; শেষে সকলে পরামর্শ করিয়া ।