পাতা:সাহানামা.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা לף'. বেচক এবং প্রধান সেনাপতি তাহাকে রাজ কন্ধের ভার অপণ করিয়া কয় কাউছ বাদসহ মাজদরাম দেশে যাত্ৰ৷ করলেন, আর মিলাদকে কহিলেন যদি কোন শতু উপস্থিত হয় জাসকে শীঘু জ্ঞাপন করিব ॥ - কয়কাউছ মাজদরান দেশে বদ্ধহওনের বিবরণ ॥ কয়কাউছ বাদসাহ অনেক সেনা সঙ্গে লইয়া গেওকে সেনাপতি করিয়ামীজদ রান দেশে গমন করিলেন, গেওকে অজ্ঞ করিলেন যে মাজদরান দেশে প্রবেশ করিয়া যুদ্ধ আরম্ভ করিব, যখন কাউছ সাহু মাজদরান নগরে উপ স্থিত হইলেন গেও পূৰ্ব্ব আজ্ঞামত যুদ্ধ আরম্ভ করিল । মাজন্দরান দেশের বাদসাহ, কাউছ বাদসহির আগমনের কোন সবাদ পূৰ্ব্বে পায় নাই এজন্য নিশ্চিন্ত ছিল, কিন্তু হটাৎ কাউছের সেনার সহিত যুদ্ধ করিতে অসক্ত হইয়। দুর্গ মধ্যে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া রহিল । দেওসফেদ নামক এক দৈত্য ভাহার বন্ধু ছিল ঐ মজিন্দরান দেশের নিকটস্থ এক পৰ্ব্বভে বাস করিত তাহার নিকটে সঞ্জ নামক এক জন দুত দ্বারা কহিয়া পাঠাইল যে কাউছবাদসাহ আমার দেশে আগত হইয়া অনেক মনুস্য ও দৈত্যকে বিনাশ করি য়াছে আমি তাহার যুদ্ধে অসক্ত হইয়া দুগমধ্যে লুক্কারিত হইয়া দ্বাররুদ্ধ করিয়া রহিয়াছি,যদি এসময়ে আপনি আসিয়া আমাকে রক্ষা না কর তবে আমি ও দেশস্থ সকলে একে বারেই হত হইলাম দেওসফেদ এই কথা শুনিব। মাত্র আপন ।