পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}) a ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আপনার বলেন, তুমি কে হে বাপুঃ তোমার এত বড় আম্পৰ্দ্ধা কেন। তুমি, বামন হয়ে, আকাশের চাদ ধরিতে চাওঁ । তোমার এমন কি ক্ষমত, যে তুমি বিশ্ববিজয়ী দিগগজ পণ্ডিতের গুণ বর্ণন করিবে । আমার উত্তর এই, সবিশেষ না জানিয়া শুনিয়া, সহস! আমায় হেয়ঞ্জান করিবেন না। আমি এক জন ; যথার্থ কথা বলিতে গেলে, আমি নিতান্ত যেমন তেমন এক জন নই। আমার পরিচয় শুনিলে, আপনার চমকিয়া উঠিবেন, সে বিষয়ে এক কড়ারও সংশয় নাই। বামন হয়ে আকাশের চাদ ধরিতে চাও, এ কথাটি, বোধ হয়, আপনারা ঠাট্টা করিয়া বলিয়াছেন। আমি কিন্তু, ঠাট না ভাবিয়া, শ্লাঘা জ্ঞান করিতেছি। আমাদের বংশমর্য্যাদা অতি বেয়াড়। বামন বংশের আদিপুরুষ ভারতবর্ষের পঞ্চম অবতার। * তিনি, ত্রিলোকবিজয়ী বলি রাজার যন্ত্রক্ষেত্রে উপস্থিত হইয়া, কি ফেসা, কি কারখানা, করিয়াছিলেন, তাহ! কি কখনও আপনাদের কর্ণকুহরে প্রবেশ করে নাই । বাপ কী বেটা সিপাহী ক| ঘোড়৷ কুছ না রহে তব ভি থোড় । যদিও যুগমাহাত্ম্য, আদিপুরুষের সম্পূর্ণ ক্ষমতা আমাদের ন৷ থাকে, কিছু ত থাকিবে । তিনি এক পদে সমস্ত আকাশমণ্ডল আক্রমণ করিয়াছিলেন ; আমরা কি, তাহার বংশের তিলক হইয়৷ আকাশমণ্ডলের এক অংশেও হাত বাড়াইতে পারিব মা ! অবশ্ব পারিব। আর, ইহাও বিবেচনা করা আবশ্বব জমি র্যাহাকে ধরিতে চাহিতেছি, তিনি আকাশের চাদ নহেন, নদিয়ার চাদ । নদিয়ার চাদকে ধরিতে যাওয়া, আমার মত বেহুদী বাহাদুরের পক্ষে, নিতান্ত অসংসাহসিকের কার্য্য বলিয়। বোধ হয় না। (‘ব্রজবিলাস' )