পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপঞ্জী ר צג পুস্তকগুলি তাহার “সংস্কৃত যন্ত্রে" মুন্ত্রিত, এবং বেঙ্গল লাইব্রেরির তালিকা-মতে তিনিই এগুলির স্বত্বাধিকারী। তাহার সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত দুই জন সমসাময়িক ব্যক্তির স্মৃতিকথাতেও এই বেনামী পুস্তকগুলির রচয়িত হিসাবে তাহার নামের উল্লেখ আছে। আচাৰ্য্য কৃষ্ণকমলের মতে, “ ব্রিজবিলাস, রত্নপরীক্ষা,’ ‘কস্যচিৎ ভাইপোস্ত’ এই সকল গ্রন্থে যে সকল হাসি-তামাসার অবতারণা করা হইয়াছে, তাহ অতীব কৌতুকাবহ। এই রসিকতা সে কালের ঈশ্বর গুপ্ত বা গুড়গুড়ে ভট্টাচার্য্যের মত গ্রাম্যতাদোষে দুষিত নহে; ইহা ভদ্রলোকের, স্বসভ্য সমাজের যোগ্য ; এবং পিতা পুত্রের একত্র উপভোগ্য। এরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাঙ্গালা ভাষায় অতি অল্পই আছে, এবং ইহার গুণগ্রাহী পাঠকও বেশী নাই।” (গ) সম্পাদিত ১ । অন্নদামঙ্গল, ১ম ও ২য় খণ্ড । ইং ১৮৪৭ ৷ “কৃষ্ণনগরের রাজবাটীর মূলপুস্তক দৃষ্টে পরিশোধিত”। ২। বৈতাল পচীসী (হিন্দী )। জাতুয়ারি ১৮৫২ ৷ ৩। রঘুবংশম্। জুন ১৮৫৩। ৪ । কিরাভার্জনীয়ম্ ! ইং ১৮৫৩। ৫ । সৰ্ব্বদর্শনসংগ্ৰহঃ ! ইং ১৮৫৩-৫৮ । ७ । बिं७*ांत्रवथ। ट्रे९ sv४१ ।।

* কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য ("পুরাতন প্রসঙ্গ, ১ম পৰ্য্যায়, পৃ. ২১৩-১৪ ), হরপ্রসাদ শাস্ত্রী : ('বিদ্যাসাগর প্রসঙ্গ ভূমিক। পৃ. ৬)।