পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলা-শিক্ষা প্রচলন $} হারোপ মডেল স্কুল প্রতিষ্ঠাকাল ... ২৮ আগষ্ট ১৮৫৫ শিয়াখাল ડે ••• ১৩ সেপ্টেম্বর * কৃষ্ণনগর કૈ २० ॐ ” কামারপুকুর કે २४ ॐ ” ক্ষীরপাই હૈ ১ নবেম্বর ” মেদিনীপুর গোপালনগর মডেল স্কুল প্রতিষ্ঠাকাল ... ১ অক্টোবর ১৮৫৫ বামুদেবপুর કે S # * মালঞ্চ કે ১ নবেম্বর ” প্রতাপপুর કે -- ১৭ ডিসেম্বর ” জকৃপুর કે •• ১৪ জানুয়ারি ১৮৫৬ বিদ্যাসাগরের যত্ন-চেষ্টায়ু অনেকগুলি বিদ্যালয়ের প্রাণপ্রতিষ্ঠা হইয়াছিল। পাইকপাড়া রাজাদের প্রতিষ্ঠিত ( ১ এপ্রিল ১৮৫৯) কাদির ইংরেজী-সংস্কৃত স্কুল তাহাদের অন্যতম। কিছু দিন তিনি ইহার অবৈতনিক তত্ত্বাবধায়কও ছিলেন। মেদিনীপুর ঘাটাল অঞ্চলে “এস্ট্রান্স পরীক্ষার পাঠোপযোগী এক সংস্কৃত সহিত ইংরেজী স্কুল” প্রতিষ্ঠা ব্যাপারে দুই জন স্থানীয় ভদ্রলোক আর্থিক সাহায্যের জন্য তাহাকে লিখিলে তিনি অবিলম্বে তাহদের জানায়াছিলেন,—“আপনাদিগের উদ্যোগে ঘটালে যে বিদ্যালয় স্থাপিত হইতেছে উহার গৃহনিৰ্ম্মাণ সম্বন্ধে যে ৫০০ পাচ শত টাকার অনটন আছে আমি স্বতঃপরত: তাহ সমাধা করিয়া দিব সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকিবেন, তজ্জন্য অন্ত চেষ্টা