পাতা:সাহিত্য সার .djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমায় দত্ত । సిసి স্বতন্ত্র ঋতু বলিয়া নিৰ্দ্ধারিত আছে। ইংলণ্ডে ও তাদৃশ অস্ত অন্য প্রদেশে এরূপ স্বতন্ত্র বর্ষা ঋতু নির্দিষ্ট নাই ; সে সকল স্থানে ৰার মাসই বৃষ্টি হয়। ভারতবর্ষের উত্তর দিকে মেঘোৎপত্তির উপায় নাই। এই নিমিত্ত এতদেশে কাধিক মাসে দক্ষিণ दाभ्रू নিবৃত্ত হইয়া উত্তীয় ৰায়ু আরব্ধ হইলে, জলবর্ষণও এক প্রকার নিবৃত্ত হয় । ভারতবর্ষের দক্ষিণ খণ্ডের অর্থাৎ দক্ষিণাপথের পূৰ্ব্ব, পশ্চিম, দক্ষিণ তিন দিকেই সমুদ্র । এ নিমিত্ত যে সময়ে পশ্চিম দক্ষিণ কোণ হইতে বায়ু বছেড়ে থাকে, তখন দক্ষিণাপথের পশ্চিম দক্ষিণ প্রান্তে, অর্থাৎ মলয়বর দেশে প্রচুর বারিবর্ষণ হয়, এবং যখন পূৰ্ব্বোত্তর হটতে ৰায়ু প্রবাহিত হয়, তখন পূৰ্ব্ব-দক্ষিণ প্রাস্কে, অর্থাৎ চোল-মণ্ডল নামক উপকূলে আসিয়া মেঘ ও বৃষ্টি উপস্থিত করে । পৰ্ব্বতাদি দ্বারা বায়ুর প্রবাহ প্রতিরুদ্ধ ও পরিবর্তিত হওস্থাতেও বৃষ্টিপাতের অনেক ইতরবিশেষ হইয়া থাকে। যে বায়ুএৰাছ দ্বারা বাষ্পরাশি আনীত হইয়া ভায়তৰর্ষের পূৰ্ব্বোত্তর খণ্ডে মেঘ সঞ্চারিত ও বান্ত্ৰি ৰর্ষিত হয়, তাহ প্রথমতঃ পশ্চিম দক্ষিণ হইতে বঙ্গীয় অখাত্রে উপর দিয়া বাচিত হয়। পরে যখন হিমালয় ও তৎসন্নিতি দক্ষিণদিকৃষ্ণ পৰ্ব্বতের নিকট छेननौड इहेत्र ठय़ाबा यठिश्ऊ झग्न, उथम जांब छेडब्राश्tण গমন করিতে ন পারিয়া পশ্চিমোত্তয় ভাগে চল্লিতে शार्क । পশ্চিমোত্তর ভাগে বহিতে বৰিতে ৰখন ছিদ্মকোষ নামৰ পৰ্ব্বতে