পাতা:সাহিত্য সার .djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>家 সাহিত্যসার । পুস্তক রচনায় ব্যাপৃত থাকিয়াই জীবন অতিবাহিত করেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় রাম প্রসাদের কবিত্বশক্তিতে বিমোহিত হইয়। তাছাকে কবিরঞ্জন উপাধি ও ১. বিঘা নিষ্কর ভূমি প্রদান করেন । রামপ্রসাদ সেনের অসাধারণ কবিত্বশক্তি ছিল । তিনি তৎপ্রণীত বিদ্যাসুন্দর, কালীকীৰ্ত্তন, কৃষ্ণকীৰ্ত্তন ও পদাবলী প্রভৃতি গ্রন্থে তাহার সবিশেষ পরিচয় দিয়াছেন । চৈতন্যদেবের সময় হইতে আবস্ত করিয়া রামপ্রসাদ সেনের সময় পর্য্যন্ত তাবৎকাল মধ্য কাল বলিয়া পরিগণিত । আদি কাল অপেক্ষা মধ্যকালের ভাষা অনেক মার্জিত ও বিষদ । কিন্তু মধাকালে ও পদ্যভিন্ন গদ্যগ্রন্থ পাওয়া যায় না । সুতরাং ভাষার প্রকৃত অবস্থা বিশেষরূপে অবগত চইবার উপায় নাট । কেহ কেহ বলিয়া থাকেন ষে ত্রিপুরার রাজাবলী ও রামরাম ৰম্বর প্রণীত প্রতাপাদিত্যচরিত এই দুই খানি গদ্যগ্রন্থ মধ্যকালেই রচিত হইরাছিল। কিন্তু দুর্ভাগ্যবশতঃ উহার একখানিও পাওয়া যায় না । তবে মধ্যকালে যে গদ্যগ্রন্থ লিখিবায় সূত্রপাত্ত হইয়াছিল, তাহাতে আর সন্দেহ নাট। পয়ে ক্রমশঃ গদ্যের প্রতি লোকের শ্রদ্ধা জন্মে ও ইদানীন্তনকালে ক্রমশঃ ইহায় সমূহ উন্নতি হইতেছে। ফলে গদ্যচরনাবিষরে আদিকাল ও মধ্যকাল এই উভয়ের মধ্যে কোন বিশেষ বৈলক্ষণ্য লক্ষিত হয় না। এই কালে পূৰ্ব্বাপেক্ষ ছন্দের অনেক উন্নতি হয়। মধ্যকালের রচনাপ্রণালী ও ভাষা কিরূপ তাহ প্রদর্শন করিৰার নিমিত্ত নিম্নে কয়েকট উদাহরণ প্রদত্ত হইতেছে ।