পাতা:সাহিত্য সার .djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত । 名奴 গমন করিতে হইলে কেবল এক দিবসের পথের বিলম্বমাত্র হয়। কিন্তু রাজনগরের পথ অতি সুপথ, নদী অতি ক্ষুদ্র, কোন আশঙ্কাই নাই, সৰ্ব্বত্রই খাদ্যদ্রব্য গ্রাপ্ত হওয়া ষায়, জল নিৰ্ম্মল ও মিষ্ট । অতএব অধিক লেখা ৰাহুল্যমাত্র । পরস্তু ঢাকানগরের প্রাচীন-কীৰ্ত্তি সকল দেখিতেও যেন কেহ আলস্য না করেন । ঢাকার মধ্যে ষবন রাজাদিগের এবং ৰিক্রমপুরে মহারাজ বল্লালসেনের প্রাচীন কীৰ্ত্তির যে সকল চিহ্ন দেখা যায়, তাহাতে এককালেষ্ট ঘোরতর দুঃখে দুঃখিত ও অত্যাশ্চায্যে অভিভূত হইতে ছয় । আহ !—তাছ। কি ৰিচিত্ররূপে বিনিৰ্ম্মিত হইরাছিল ? আমি বিশেষ যত্নপূর্বক ঐ দুষ্টট বিষয়ের পুরাতন ও আধুনিক অধস্থ ধর্ণনা করত সময়ক্রমে পাঠষ্ণপুঞ্জের নয়নাগ্রে সমাপত করিব । সংপ্রতি রাজনগর ঢাকানগর, বিক্রমপুর, সুবর্ণগ্রাম প্রভৃতির অবস্থাদর্শনে মনের অৰস্থা মূদ্রপ হইল, অধ্য আন্তরিক আক্ষেপে কেবল তাহাই উল্লেখ করিলাম। ঢাকার নবাবদিগের পুরাতন প্রাসাদ প্রভৃতি দুর্গের দুর্গতিछू:छे ८करण नग्रननौtब्र निभश्च झ३tउ झछ । शनि७ পূৰ্ব্বানুরূপ কিছুই নাই, তথাচ অবশিষ্ট ষাচা আছে, তাহাই দেখিরা নয়নের নিমিষ ফেলিতে ইচ্ছা হয় না।—আহা! কি পরিতাপ ! এইক্ষণে বিক্রমপুরের সে ৰিক্ৰম নাই, সেই কীৰ্ত্তিকুশল পৃথ্বীপত্তি বিরাজমান নাই, সেই রাজবংশের সেই রাজমৰ্য্যাদা আর কিছুই নাই, রাজমগরের সে শোভাই নাই, কিছুই নাই, কিছুষ্ট নাই।