পাতা:সাহিত্য সার .djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য্য । 8为 কথা শ্রবণে দেীবারিক নীচে গিয়া কহিল, তোমাদিগকে গোলায় রাখিতে আজ্ঞা দিলেন, চল, সেই স্থানে রাখিয়া আসি । তাহাতে গুরু পুরোহিত ভাবিলেন, গোলা নামে কোন উত্তম গৃহ আছে, সেই স্থানে আমাদিগকে লইয়া যাইতেছে, ইহার পরে রাজা আসিয়া সাক্ষাৎ করিবেন, এবং গোলার কপাট খুলিয়া যখন ধান্যের উপর বসিতে কহিল, তৎকালেও মনে করিলেন এ দেশের এই ব্যবহার থাকিবে যে, গুরু পুরোহিত আসিলে তাহাদিগকে প্রথমতঃ লক্ষ্মীর ভাণ্ডারে বসাইতে হয়, এই জন্যই বুঝি গোলার লইয়া আসিল । কিন্তু যখন চাৰি দিয়া দেীবারিক চলিয়া গেল, সন্ধ্যা পর্য্যন্তও কেহ জিজ্ঞাসা করিল না, তখন তাহারা মনে করিলেন আমাদিগের দুঃখের কোন কারণ ঘটিয়াছে, নতুবা মাধবদাস যথার্থ জানিতে পারিলে কদাচ এরূপ হইত না ; অতএৰ গুরু পুরোহিত এবং ভৃত্য তিন জনে মহা কোলাহল বরিতে লাগিলেন, কিন্তু তাহাতেও দেীবারিকের কপটি খুশিয়া দিলেক না, বরং বাহিরে থাকিয়া অারে তজ্জন গর্জন করিতে লাগিল। পরে ঐ কোলাহল রাজার কর্ণগোচর ছষ্টল, যে, ধান্যের গেfলায় লোক বন্ধ রহিরাছেন, অতএব রাজা দেীবারিকগণকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, ধান্যের গোলার মধ্যে কেন গোলমাল হইতেছে ? তাহাতে দৌৰাৱিক কহিল, আমি তখন বলিয়াছি গুরুপুর হটতে ধান্য আসিয়াছে, কি আজ্ঞা হর, তাহাতে মহারাজ ধান্য গোলাতে রাখিতে অনুমতি করিয়াছিলেন, তাহাদিগকে সেই B—&