পাতা:সাহিত্য সার .djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় । সক্রেটিসের উপদেশ দিবার বৃত্তান্ত । সক্রেটিসের চরিত্র যৎকিঞ্চিৎ বর্ণনা করিয়া তিনি সাধারণের বিশেষতঃ স্বদেশীয় যুবকদের উপদেশার্থে যে কি পর্ষ ও পারশ্রম করিয়াছিলেন, তাহার বিবরণ এক্ষণে লেথ। যাইতেছে, কেন না তাহাদিগকে সৎশিক্ষা দেওয়াতেই তাহার নাম প্রকৃত রূপে উজ্জল হয় । লি বেনিয়ুস কহিরাছেন যে তিনি স্বদেশী লোকের মুখ ও সৌভাগ্যবৃদ্ধির নিমিত্ত এমন্ত উদ্যোগী ছিলেন যে, জনসাধারণে তাছাকে পিতার ন্যায় জ্ঞান করিত। কিন্তু বৃদ্ধলোকদের ব্যবহারশোধন দুষ্কর, কেন না যাহারা অঞ্জন্মকাল মিথ্যাজ্ঞানের বিড়ম্বনায় প্রবীণ হয়, তাহারা পূৰ্ব্ব সংস্কার ত্যাগ করিয়া সহজে নূতন মত গ্রহণ করিতে পারে না, এ কারণ তিনি যুৱকদের শিক্ষাতেই ৰিশেষ যত্নবান হয়েন, ফলত: ডব্বর झूभि८ङहे ধৰ্ম্মের বীজ রোপণ করা পরামর্শসিদ্ধ। অন্যান্য দার্শনিক পণ্ডিতেরদের ন্যায় সক্রেটিসের কোন নির্দিষ্ট প্রকাশ্য পাঠশালা ছিল না,এবং শিক্ষা দিবারও নিয়মিত কাল ছিল না, তিনি ছাত্রবর্গের জন্য বেঞ্চ প্রভৃতি বিশেষ উপ • লিবেনিয়ম—এক জন গ্ৰীমদেশীয় • আলঙ্কারিক। ৩২ খ অন্ধে छैश्ड्नि छद्म श्य ।