পাতা:সাহিত্য সার .djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণমোহন ৰন্দ্যোপাধ্যায় । 位> ज८कमि ७हे थकाएब्र अमामा अप्मक थप्ञ्जाछनौङ्ग विरुয়ের প্রশ্ন করিলে তাছাতেও গ্লাকোর অনভিজ্ঞতা প্রকাশ পাইল । অবশেষে সে আপনি স্বীকার করিল যে, কোন বিষয়ের তথ্যাতথ্য না জানিয়া কেবল আত্মশ্লাঘ এবং উচ্চতর পদ প্রাপ্তির আক।জা প্রযুক্ত রাজ্যশাসনের ভার লইতে ব্যঞ্জ হওয়া অত্যন্তু উপহাসের কথা। পরে সক্রেটিস ৰুছিলেন, “ হে সৌম্য । সাবধান হইও, ৰশের অত্যন্ত তৃঞ্চাতে এমত কৰ্ম্মে প্রবৃত্ত হইও ন, বাছাতে তোমার অসামর্থ্য ও সামান্য ব্যুৎপত্তি প্রকাশ পাইয়। তোমাকে অপ্রতিভ ও লজ্জিত কfরবে।” গ্লাকে সক্রেটিসের সৎপরামর্শে চেতন পাইয়া সাধারণ সমাজে উপস্থিত হইবার পূৰ্ব্বে গোপনভাবে সকল বিষরের অনুসন্ধান করিতে লাগিলেন । উক্ত বৃত্তাস্ত সকল কালের লোককে উপদেশ দেওরা সৰ্ব্ববিধ মকুষ্যের হিতকারী হইতে পাৱে ।