পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির গুণাগুণ বিচার । సిరి বলডউইন ল্যাথাম বলেন সব সয়েল ওয়াটারের সমভাব স্বাস্থ্যের উপযোগী, এবং সম্পূর্ণ হ্রাসের পর ঐ জল যখন ভূমির ভিতর দিয়া অন্যত্ৰ চালিত হয়, তখন রোগের বৃদ্ধি হইতে থাকে। পার্কস বলেন সৰ্ব্বদা যে ভূমির ১৫/২০ ফুট নিম্নে জল থাকে, সেই ভূমি স্বাস্থ্যকর, এবং যে ভূমির ৩—৫ ফুট নিম্নে সৰ্ব্বদা জল থাকে, সেই ভূমি হাসবৃদ্ধিশীল জল-যুক্ত ভূমি অপেক্ষা স্বাস্থ্যকর। (৫) কলেরা—পিটেন কফিার বলেন, সবসয়েল ওয়াটার বৰ্দ্ধিত হইয়া এবং মৃত্তিকা সিক্ত করিয়া যখন হাস প্রাপ্ত হয়, এবং ঐ সিক্ত ভূমিতে বায়ু ও কলেরা বীজ প্ৰবেশ করে, তখনই কলেরা এপিডেমিক হয় । এই মত সৰ্ব্ববাদী সম্মত নহে। (৬) এপিডেমিক ডায়েরিয়া —ডাক্তার টমকিনস ও বেলাড বলেন ৪ ফুট নিম্নে ভৌমি তাপ ৫৬ বা তদধিক হইলে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি হয় এবং বৃষ্টিপাতবশতঃ তাপের হাসের সঙ্গে সঙ্গে রোগের হ্রাস হয়। ঝরা পামিয়েবল ভূমিতে ডায়েরিয়ার প্রাবল্য । (৭) ডিফল থিরিয়া। —বিলাতের কোন কোন ডাক্তারের মতে আদ্র ও মলিন ভূমিতে এই রোগের প্রকোপ । এ বিষয়ে এখনও কিছুই স্থির হয় নাই। তৃতীয় পরিচ্ছেদ । seusamusus ভূমির গুণাগুণ বিচার। ১ । গঠন ও উচ্চতা- উচ্চ পৰ্ব্বতশিখর ঢালু, শুষ্ক, শীতল এবং স্বাস্থ্যকর। পৰ্ব্বতের উপত্যকার ( valley ) বায়ু আবদ্ধ ও শীতল, সুতরাং অস্বাস্থ্যকর। পৰ্ব্বতের পাদ দেশস্থ নিম্ন ভূমি ও সমতল ভূমির নিম্নস্থান আদ্র ও অস্বাস্থ্যকর। উচ্চ পৰ্ব্বতশ্রেণী-পরিবেষ্টিত স্থানের বায়ু গতিহীন, অতি শীতল ও অস্বাস্থ্যকর। সর্বাপেক্ষা স্বাস্থ্যকর গ্রেনাইট