পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

22een Nta is दमिश्रीका ! শীতাতপ ও বৃষ্টি হইতে শরীর রক্ষণ করিবার জন্য আবাসের প্রয়োজন। অনিষ্টকর খাদ্য ও পানীয় সহজে পরিত্যাগ করা যায়, কিন্তু বাসগৃহ অস্বাস্থ্যকরা হইলে সহজে পরিবর্তন করা যায় না । এই জন্য বাসগৃহ নিৰ্ম্মাণ করি।-- বার পূর্বে বিশেষরূপে সাবধান হওয়া আবশ্যক। কেবল ইষ্টক ও চূৰ্ণ কিম্বা বঁাশ ও খড় প্রভৃতির গুণাগুণ বিচার করিলে চলিবে না। ছয়টা বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা আবশ্যক ; যথা, (১) ভূমির শুদ্ধতা ও শুষ্কতা (২) বায়ু সঞ্চালন (৩) আলোক সমাগম (৪) জলের ব্যবস্থা (৫) মল মূত্ৰাদি স্থানান্তর করণ (৬) জল বায়ুর বিশুদ্ধতা রক্ষণ (১) ভূমি ঃ-ভূমির বৈগুণ্য বশতঃ জল ও বায়ু দূষিত হইয়া স্বাস্থ্যের অনিষ্ট উৎপাদন করে। মলমূত্ৰাদি-দূষিত ও ধাতুবাষ্পাদি-মিশ্ৰিত ভৌম জল ও বায়ু স্বাস্থ্যের কিরূপ অনিষ্ট করে, তাহা ইতিপূৰ্ব্বে বিবৃত হইয়াছে। শুষ্ক, উন্নত ও কিঞ্চিৎ ঢালু ভূমির উপর গৃহ নিৰ্ম্মাণ করিবে। বৃক্ষের মূল্যাদি উৎপাটন করিতে হইবে, নতুবা ঐ সমুদায় পচিয়া ম্যালেরিয়া উৎপাদন করে । জলাভূমির কিম্বা আবর্জনাপূরিত পুষ্করিণীর উপর গৃহ নিৰ্ম্মাণ নিষিদ্ধ। গৃহের ভিত্তি সাধারণ ভূমি হইতে ৩৪ ফুট, এবং ম্যালেরিয়াজনক S 8