পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ, ο ο স্বাস্থ্যবিজ্ঞান । ভূমি হইতে ৮১০ ফুট উচ্চ হওয়া উচিত। যাহাঁদের ইষ্টক গৃহ নিৰ্ম্মাণ করিাবার সঙ্গতি নাই, তাহারা ভিত্তি শুষ্ক রাখিবার উদ্দেশ্যে এক ফুট পুরু বালুকার উপর কঠিন মৃত্তিকা পিটিয়া ভিত্তি প্ৰস্তুত করেন ; অথবা বালুকপূৰ্ণ জালা পাশাপাশি রাখিয়া তাহার উপর ভিত্তি নিৰ্ম্মাণ করেন। ইষ্টক গৃহের ভিত্তি খিলানের উপর প্রস্তুত করা উচিত । , ভূমির আদ্রতা নিবারণের জন্য জল নিকাশী নৰ্দমা বা ড়ে,ণ প্রস্তুত করা উচিত। ড়ে,ণ দুই প্রকার, খোলা মুহুরী বা সারফেস ডেণ (surface drain) এবং চাপা ড়ে,ণ বা সুয়ার (sewer)। মুহুরী গৃহ ভিত্তির ৪-১০ ফুট নিম্নে ঢালু করিয়া প্রস্তুত করা উচিত । খোয়া, ঝাওয়া প্রস্তর, কঙ্কর অথবা কঠিন মৃত্তিকা পিটিয়া এবং ঢালু করিয়া, সদর রাস্ত হইতে অন্ততঃ ১ ফুট উচ্চ, প্রাঙ্গন প্ৰস্তুত করিবে। প্রাঙ্গন হইতে বৃষ্টির জল মুহুরীতে এবং মুহুরী হইতে সদর রাস্তার নর্দামায় গিয়া পড়িতে পারে এরূপ ব্যবস্থা করা কীৰ্ত্তব্য । রন্ধনশাল,স্নানাগার,পায়খানা প্রভৃতির জল মৃত্তিকায় শোষিত হইতে দেওয়া উচিত নয়। সুয়ার প্রস্তুত করা একের কৰ্ম্ম নয়। মিউনিসিপালিটী কর্তৃক এই ব্যয়সাধ্য কাৰ্য্য সাধিত হইতে পারে । কলিকাতার রাস্ত সমূহের নিম্নে ইষ্টকের গাঁথুনী বা বড় বড় চিনে মাটির নল দ্বারা স্বয়ার নিৰ্ম্মিত হইয়াছে। ক্ষুদ্র ক্ষুদ্র নল দ্বারা প্রত্যেক গৃহের সহিত সদর রাস্তার স্বয়ায়ের সঙ্গে যোগ রহিয়াছে। গৃহের মল ও ময়লা জল প্রভৃতি সুয়ারে প্রবেশ করিয়া কলিকাতার ৪ ক্রোশ দূরে সলটি লেকে (salt lake) গিয়া পড়ে। স্বয়ার ভালরূপ পরিষ্কােত না হইলে ইহার অভ্যন্তরে নানা প্রকার বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, এবং ভগ্ন যোড়ার বা ছিদ্রের ভিতর দিয়া বহির্গত হইয়া গৃহে প্ৰবেশ করিয়া ডিপথেরিয়া, টাইফয়েড প্রভৃতি উৎপাদন করে। (২) প্রত্যেক গৃহ বায়ু সমাগম বিষয়ে ফুসফুসী-গুণ-সম্পন্ন হওয়া উচিত। ফুসফুস যেমন একদিকে বিশুদ্ধ বায়ু গ্ৰহণ করিতেছে এবং অপরদিকে দুষিত বায়ু নিঃসরণ করিতেছে, তদ্রুপ প্রত্যেক গৃহে বিশুদ্ধ বায়ু আগমন ও দুষিত বায়ু নিৰ্গমনের ব্যবস্থা করা একান্ত কৰ্ত্তব্য। এক ঘরের ভিতর দিয়া অন্য ঘরে বায়ু প্রবেশের ব্যবস্থা না করিয়া প্রত্যেক ঘরে বাহিরের বিশুদ্ধ