পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 স্বাস্থ্যবিজ্ঞান । নিম্নে ফেলিতে হয়। ময়লার পরিমাণের তুলনায় বর্তমান দমকালের শক্তি অল্প ; এই কারণেও অতিরিক্ত ময়লা সঞ্চিত থাকে। ড়ে,ণ পাইপের অসংলগ্ন যোড়া দিয়া ময়লা বাহিরের ভূমিতে প্ৰবেশ করে। এই সমুদয় কারণে কলিকাতার ভূমি কলুষিত ; এবং ডাক্তার সিমসনের মতে, কলিকাতার জ্বর বৃদ্ধির কারণ ༤༦ཚེ། অতএব লিকুইড মেথড প্ৰবৰ্ত্তন করিতে হইলে, (১) অপৰ্যাপ্ত জলের ব্যবস্থা (২) সুগঠিত সুয়ার, (৩) সুয়ারে বায়ু সঞ্চালনের ব্যবস্থা, (৪) সুয়েজ নিৰ্গমনের উপযোগী স্থান বা আউটফল, এবং (৫) সুয়েজের শেষ ব্যবস্থা বা কৃষি প্রভৃতি কাৰ্য্যে প্রয়োগ, এই পাচটী বিষয়ে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজনীয় । ডাই মেথড-স্বয়ার প্রণালী প্ৰবৰ্ত্তন করিতে হইলে এই দেশে নদী নালা প্ৰভৃতির জলে ময়লা নিক্ষেপ করিতে হয়। এবং সুয়ার গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য অনেক অর্থ ব্যয় করিতে হয়। এই সমুদয় কারণে ওয়াটার মেথড বর্জন করিয়া সাধারণতঃ ড়াই মেথড অবলম্বন করিতে হইবে। শুষ্ক মৃত্তিকায় মল প্রোথিত করা এবং তদ্বারা মল আবৃত করাই স্বাভাবিক বলিয়া বোধ হয় ; এমন কি বিড়াল প্রভৃতি পশুও যেন কোন অদৃশ্যশক্তিচালিত হইয়া স্বীয় মল মৃত্তিকাবৃত করিয়া টেঞ্চিৎ প্ৰণালীর পথ প্ৰদৰ্শন করে। ড়াই মেথডের তিনটা সুবিধা আছে ; (১) মলাদি বাসস্থানের সন্নিধান হইতে সম্পূর্ণরূপে দূরীভূত হয়, (২) নদী প্রভৃতি জলপথ দূষিত হয় না এবং (৩) মল কৃষিকাৰ্য্যে ব্যবহৃত হইতে পারে। ড়াই মেথড অনুসারে মল ও মূত্র পৃথক পৃথক ভাণ্ডে ত্যাগ করিতে হয়। দুইটা আলকাত্ৰা মাখান গামলায় মল ত্যাগ ও শৌচ করিবার ব্যবস্থা করা যাইতে পারে। শুষ্ক স্মৃত্তিক চূর্ণ অতি উত্তম দুৰ্গন্ধনাশক । মলত্যাগের পর কিঞ্চিৎ শুষ্ক মৃত্তিক মলভাণ্ডে নিক্ষেপ করা উচিত। এই মৃত্তিকা দ্বারা হস্ত প্ৰক্ষালনের কার্য্যও চলিতে পারে । লোকেল বোডের উদ্যোগে মেথর কর্তৃক নিত্য কিম্বা সপ্তাহে দুই তিন দিন মল স্থানান্তরিত এবং গামলা পরিাস্কৃত হইতে পারে।