পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\, 0 \9 স্বাস্থ্যবিজ্ঞান । যাহাতে কোন প্রকারে দুষিত না হয় তৎপ্রতি সৰ্ব্বদা দৃষ্টি রাখিতে হইবে। - আবর্জনাসঞ্চয়হেতু বায়ু দূষিত হইতে দেওয়া উচিত নয়। গৃহপ্ৰাঙ্গনে আবর্জনাকুণ্ড খনন করিবার প্রথা অত্যন্ত দূষণীয়। যে দিক হইতে গৃহে সচরাচর বায়ু প্রবাহিত হয় তাহার বিপরীত দিকে গৃহের কিঞ্চিৎ দূরে একটা গৰ্ত্ত খনন করিয়া গোশালা, অশ্বশালা, রন্ধন শালা প্রভৃতির আবর্জনা নিক্ষেপ করিবে এবং ১ ফুট পরিমিত মৃত্তিকা দ্বারা সমুদয় আবৃত করিবে । কলিকাতা প্রভৃতি বড় সহরে আবর্জন কুণ্ড খনন দণ্ডনীয়। তথা গৃহের আবর্জনা রাশি রাস্তায় নিক্ষিপ্ত এবং রাস্ত হইতে ময়লা গাড়ী যোগে নীত ও ইন্সিনারেটার বা দাহ্যান্ত্ৰে দগ্ধীভূত হইয়া থাকে। পশুর মৃতদেহ পচিয়া গৃহবায়ু দূষিত করিতে পারে। গ্রাম অঞ্চলে এই সমুদয় মৃতদেহ মাঠে নিক্ষিপ্ত হয়। নদী। কিম্বা খালের জলে শব্ব নিক্ষেপ না করির বৃহৎমাঠে নিক্ষেপ করায় অনিষ্ট অল্প। কিন্তু অগ্নিসংস্কার সর্বশ্রেষ্ঠ প্ৰণালী । কোন কোন মিউনিসিপালিটীতে ইন্সিনারেটার যন্ত্রে আবর্জনার সহিত মৃতপশুদেহ ভক্ষ্মীভূত হইয়া থাকে। গৃহসংলগ্ন সমুদয় ভূমি ও গৃহস্থিত টেবিল চেয়ার প্রভৃতি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে, নতুবা বায়ু দূষিত হয় । গৃহের কিঞ্চিৎ দূরে ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষ রোপণ করা যাইতে পারে। রৌদ্র সংযোগে বৃক্ষ বায়ুর কার্বন ডায়ক্সাইডের কার্বন গ্ৰহণ করে এবং অকৃসিজেন মুক্ত করিয়া বায়ুর শোধন শক্তি বৃদ্ধি করে । পুষ্প রেণুতে ওঝোন আছে বলিয়া কোহ কেহ পুষ্পবৃক্ষ স্বাস্থ্যকর মনে করেন। রন্ধন শালা, গৌশালা ও অশ্বশালা, বাসগৃহ হইতে দূরে নিৰ্ম্মাণ করা। কৰ্ত্তব্য। রন্ধন শালার গন্ধে অক্ষুধা হয় । গোশালা ও অশ্বশালা নিত্য পরিষ্কার করা উচিত। গৃহ প্রাঙ্গনে গোবর গাদা রাখা অত্যন্ত অস্বাস্থ্যকর। গো অশ্বের মূত্র যাহাতে মৃত্তিকায় শোষিত না হয় এইজন্য মেজে পাকা সিমেণ্ট করিয়া বা কাকর ও আটাল মাটি পিটিয়া নর্দামার দিকে ঢালু করিতে হইবে এবং নদীমার মুখে একটা বড় গামলা রাখিয়া গামলা নিত্য পরিষ্কার করিবে ।