পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

T-72S = NSŲs= grie:S saveaona.-- সামাজিক রীতি। ১ । প্রসব —যে প্রণালীতে এ দেশে সুতি কাগার। নিৰ্ম্মাণ বা নিৰ্বাচন হইয়া থাকে, এবং শিশু ও প্ৰসুতির শুশ্রুষা ও চিকিৎসা হইয়া থাকে, তাহাতে শিশু ও প্ৰসুতি মাত্ৰই যে কেন শমন ভবনে গমন করে না, ইহাই আশ্চর্য্যের বিষয়। অনেক স্থলে আদ্র ভূমির উপর নূতন সুতিকাগার নিৰ্ম্মিত হয় । র্যাহারা স্বতন্ত্র সুতি কাগার নিৰ্ম্মিাণ করেন না, তাহারাও অনেকে স্বয়ং দ্বিতল ত্রিতল গৃহের বিমল বায়ু সেবন করিয়া স্ত্রী কন্যাকে নবজাত শিশুসহ নিম্নতলের সৰ্ব্বাপেক্ষা নিকৃষ্ট গৃহে আবদ্ধ করেন । একে ত গৃহ অতি ক্ষুদ্র ও নিকৃষ্ট, তাহাতে আবার অগ্নিকুণ্ড এবং প্ৰদীপ প্ৰজ্বলিত করিয়া দ্বার গবাক্ষ ও প্রত্যেক ছিদ্র রুদ্ধ করা হয়। বংশগৃহে ধূম নিৰ্গত হইবার উপায় থাকে, ইষ্টকগুহে তাহাও থাকে না ; সুতরাং অনেক স্থলে কাবান মনক্সাইড বা কাবান ডায়ক সাইড সেবনের বিষময় ফল পরিলক্ষিত হয়। ১৮৯২ সালে কলিকাতায় ৮৩৫৪টা জন্ম হইয়াছিল ; তন্মধ্যে ১১২৮টীি শিশু জন্মের ২০ দিনের মধ্যে মানবলীলা সম্বরণ করে। ইডেন হাসপাতালের সৃষ্টি হইতে ১৮৮৫ সাল পৰ্য্যন্ত তথায় ১০৪৭টা শিশু জন্মগ্রহণ করে, তন্মধ্যে একটার ও মৃত্যু হয় নাই। ইডেন হাসপাতালের সুতিকাগারে বিশুদ্ধ বায়ু সঞ্চালনের সুব্যবস্থাই শৈশব মৃত্যু হ্রাসের একমাত্র কারণ। প্রসবের ব্যবস্থা নিকৃষ্টতম গৃহে না হইয়া উৎকৃষ্টতম গৃহে হওয়া উচিত। প্রস্তুতি রোগীর সমান ; সুতরাং ত্যাহার জন্য অন্ততঃ ১৫০০ ঘন ফুট, ধাত্রীর জন্য ৮০০ ঘন ফুট এবং শিশুর জন্য ৪০০ ঘন ফুট, মোট ২৭০০ ঘন ফুট স্থান চাই । ইহার কােছ অংশ বা ২২৫ বৰ্গ ফুট বা ১০ হস্ত × ১০ হস্ত পরিমিত মেজের প্রয়োজন। প্ৰসুতির ডিশচাজী ভূমিতে শোষিত না হইয়া বাহিরে নির্গত হইবার জন্য মুহুরী রাখা কৰ্ত্তব্য । সুতিকাগার