পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । S222NI NSN se geS এপিডেমিক, এণ্ডেমিক ও এপিকুওটিক । কোন রোগ এককালে বহু লোককে আক্রমণ করিলে এবং বহুদূর পর্য্যন্ত ব্যাপ্ত হইলে, তাহাকে এপিডেমিক (Epidemic) KÇET ; Rafi, কলেরা, বসন্ত ইত্যাদি । কোন রোগ এককালে বহু লোককে আক্রমণ করিলে এবং এক স্থানে বদ্ধ থাকিলে, তাহাকে এণ্ডেমিক (Endemic) বলে ; যথা, গয়টার, এলিফেণ্টাইসিস, ইত্যাদি। কোন রোগ দ্বারা অনেক পশু এক সঙ্গে আক্রান্ত হইলে তাহাকে এপিকুওটিক (Epizootic) কহে ; যথা রাইণ্ডারপেষ্ট, আস্থার্ক্স ইত্যাদি। মারাভিয় প্রভৃতি বহু প্ৰাণিনাশক রোগের উল্লেখ অতি প্ৰাচীন গ্রন্থেও পাওয়া যায়। চরকে উল্লিখিত আছে, একদা গ্রীষ্মকালে পঞ্চাল দেশের রাজধানী কাম্পিল্যানগরে মহর্ষি আত্ৰেয় গঙ্গাতীরে বনবিচরণ সুখ অনুভব করিতেছিলেন। তখন তঁাহার প্রিয়শিষ্য অগ্নিবেশ আচাৰ্য্যকে জনপদোদ্ধংসন বা এপিডেমিক সম্বন্ধে প্রশ্ন করিলেন, “ভগবান! প্রত্যেক মানুষ্যের প্রকৃতি, আহার, দেহ, বল, সাত্ম্য, সত্ত্ব ও বয়স ভিন্ন ভিন্ন, কিন্তু উদ্ধংসকালে কি নিমিত্ত সকলেই একরূপ পীড়ার দ্বারা আক্রান্ত হইয়া থাকে। মহর্ষি উত্তর করিলেন, “বৎস ! যদিও উহারা ভিন্ন ভিন্ন ভাবাপন্ন, তথাপি কতকগুলি । እኪጋ”