পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y8 a সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । সন্ধি মেট লোশনে বিনষ্ট হয় ; মানব যক্ষ্মার ব্যাসিলাস, ১: ৯৬০ (i in g6C) লোশনে বিনষ্ট হইতে ৪৮ ঘণ্টা লাগে, কিন্তু গো যক্ষ্মার ব্যাসিলাস বিনাশের জন্য আরও অধিক সময়ের প্রয়োজন। অতি দুর্বধ্য আন্থাক্‌স ব্যাসিলাসস্পোর ওয়ান পাসেণ্ট (I per cent) ও তদাধিক মাত্রাবিশিষ্ট সলিউশনে বিনষ্ট হয় । ড়ে,ণ শোধনের জন্য ওয়ান পাসেণ্ট (I per cent) লোশন নিক্ষেপ করিতে হয় । ৩ । কাবলিক য়্যাসিড বা ফিনোলা (phenol)-ফাইভ পাসেন্ট (g per cent) কাবলিক লোশনে কমল ব্যাসিলাস তিন মিনিটে, টিউবােক্লাির ব্যাসিলাস অনুন ২৪ ঘণ্টায়, এবং আন্থাক্স স্পোর অনুস্থান ২ দিনে, বিনাশ প্রাপ্ত হয়। হীনতেজ, রোগবীজ ওয়ান পাসেণ্ট কাবলিক লোশনেও বিনষ্ট হয়। টাইফয়েড ও ওলাউঠা রোগীর মলাদি শোধনের পক্ষে ফাইভ । পাসেন্ট লোশন যথেষ্ট নহে; কারণ রোগবিষ ব্যতীত মলে আরও অনেক পদাৰ্থ থাকে যদ্বারা কাবলিক য়্যাসিডের ক্ষয় হয়। বাজারের কাবলিক ফ্ল্যাসিডের সঙ্গে কৃসিলিক য়্যাসিড বা কৃসোল (cresol) মিশ্রিত থাকে। বুঢ়াইথের মতে ফিনােল অপেক্ষা কৃসোলের শোধনশক্তি অধিক। ফিনোল নামে নানাবিধ আলকাত্রা ঘটিত পদার্থ বিক্রীত হয়। জেস পাফেক্ট পিউরিফায়ার এক প্রকার আলকাত্ৰা বিশেষ। ড়ে,ণে টেন পাসেণ্ট (no per cent) কাবলিক লোশন নিক্ষেপ করিতে হয়। বুইথ বলেম চুণ মিশ্রিত কাবলিক পাউডারের শোধনশক্তি কিছুই নাই। কাবলিক য়্যাসিড এবং পাউডার অসংযুক্ত ভাবে থাকা আবশ্যক। ক্যালভাটের কাবলিক য়্যাসিড পাউডার (Calvert's Carbolic Acid Powder).এই প্ৰণালীতেই প্ৰস্তুত হয়। ফটকিরি প্রস্তুত করিবার সময় যে দগ্ধাবিশিষ্ট সিলিকা-সংযুক্ত পদার্থ থাকে তাহাতে কাবলিক ফ্ল্যাসিড মিশ্রিত করা হয়। ইহার শতকরা ২০৩০ ভাগ কাবলিক য়্যাসিড। ম্যাকডুগেলের fGHS-CFFFFF offSGfK (Macdougall’s disinsecting powder) 's ভাল । झव्लश्निनिर्शे, s: 3 taifi (23 (sulphite of calcium) if 5 কাব্যলিক য়্যাসিড মিশ্ৰিত করিয়া এই পাউডার প্রস্তুত করা হয়। পার্কস বলেন