পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা দিবার প্রণালী । Y8. ৩ । ষােহাঁতে দানা ছিন্ন না হয়, এবং মামড়ী অসময়ে খসিয়া না পড়ে, তদ্বিষয়ে সাবধান হইবার জন্য উপদেশ দিবে। “প্রোটেক্টর” প্রভৃতি কৃত্রিম উপায়ে দানা রক্ষা করিবার চেষ্টা করিবে না ; বিশেষ প্রয়োজন হইলে এমন “প্রোটেক্টর” বা “ড়ে সিং” ব্যবহার করিবে যাহা অপরিস্কার হইলে পরিত্যাগ द। श्रृंद्धिद6न कब्र सांध्र । ৪ । যাহাতে প্রয়োজনকালে অভাব না হয় এই জন্য বীজ সঞ্চয় করিয়া রাখা উচিত । * ৫ । বীজে বিন্দুমাত্র রক্ত থাকিলে সে বীজ ব্যবহার করিবে না বা অপর কাহাকেও ব্যবহার করিতে দিবে না । যে বীজ ব্যবহার কর বা অন্যকে দাও, তাহা যে স্থান হইতে আনীত হইয়াছিল, তাহা লিখিয়া রাখিতে ভুলিও না । ৬ । রী-ভ্যাকসিনেশন দানার বীজ ব্যবহার করিও না । যে শিশু বেশ সুস্থ, যাহার পিতা মাতা এবং ভ্রাতা ভগিনী সুস্থ, এবং যাহার পরিবার তোমার পরিচিত, কেবল সেই শিশুরই বীজ গ্ৰহণ করিবে। উক্ত শিশুর কোন চৰ্ম্মরোগ আছে কি না, কিম্বা তাহার বংশাবলীর কাহারও সিফিলিস্ ছিল কি না, তদ্বিষয়ে বিশেষ অনুসন্ধান করিবে। শিশুর মালদ্বারে বা তাহার নিকটে কোন প্রকার ক্ষত থাকিলে, তাহার বীজ গ্রহণ করিবে না । কেবল নিয়মিত রূপে বিকাশপ্ৰাপ্ত এবং অচ্ছিন্ন ভেসিকেলের বীজ গ্ৰহণ কৱিবে । দানা বেশ বড় ও জলে পূর্ণ হইলে তাহার বীজ লাইবে। এরিওলা দৃষ্ট হইলে বীজ লইবে না। এমন ভাবে বীজ লইবে যাহাতে একবিন্দু ও রক্ত না আসিতে পারে। ষে লিম্ফ সম্পূর্ণরূপে স্বচ্ছ ও পরিষ্কার নহে, কিম্বা অতিশয় তরল ও জলবৎ, তাহা গ্ৰহণ করিবে না। একটী উত্তম দানা হইতে তৎক্ষণাৎ পাঁচ জনকে টীকা দিবার উপযুক্ত অথবা ৭টী আইভরী পয়েণ্ট (ivory point) বা ৩টী ক্যাপিলারী টিউব (capillary tube) পূর্ণ করিবার উপযুক্ত বীজ গ্রহণ করিবে ; দানার আকার

  • কলিকাতা ৩৯ নং বীডন ষ্ট্রট ডিপুটী সুপারিন্টেণ্ডেণ্ট অব ভ্যাকসিনেশন, বা ২৭ নং ইলিয়ট রোড ডিপুটী স্যানিটল্পী কমিশনারের নিকট, এবং আসামে শিলং, ভ্যাক্সীন ডিপোতে লিখিলে বীজ পাওয়া যায় ।