পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকার দরুন বসন্তের হ্রাস । GłGł পরিমাণ হাস হইয়াছে, কিন্তু বসম্ভের ছাস শতকরা ৭২ ; ১৫ বৎসরের নিম্নবয়স্ক বালক বালিকাদের বসন্তজনিত মৃত্যুর বিশেষ হ,াস হইয়াছে। অতএব এই শতকরা ৭২ হইতে স্বাস্থ্যোন্নতির দরুন ৯ বাদ দিলে যে অবশিষ্ট শতকরা ৬৩ থাকে, এই পরিমাণ হাসের কারণ টীকা ভিন্ন আর কিছুই নহে। কলিকাতার মৃত্যু তালিকা পাঠ করিলেও জানা যায় ১৮৭৬-১৮৮০ সাল পৰ্য্যন্ত (টীকার আইনের পূৰ্ব্বে) যে মোট মৃত্যুহার ছিল,১৮৮৯–১৮৯৩ পর্যন্ত মৃত্যুহার তদপেক্ষা শতকরা ১০ নূ্যন ; কিন্তু বসন্তাজনিত মৃত্যুহারের হাস শতকরা ৬৬ ৷৷ সাধারণ স্বাস্থ্যোন্নতি জনিত শতকরা ১০ পরিমাণ হ্রাস বাদ দিলে শতকরা ৫৬ অবশিষ্ট থাকে ; এই পরিমাণ হ্রাসের কারণ যে টীকা এ কথা অস্বীকার করা যাইতে পারে না। টীকা যে কেবল মৃত্যু সংখ্যা হ্রাস করে তাহা নহে, বসন্তের আক্রমণও নিবারণ করে। ব্লাইথ বলেন সেফিল্ড এপিডেমিকের সময় যে সমুদয় গৃহে বসন্তের আবির্ভাব হইয়াছিল, তন্মধ্যে ভ্যাকসিনেটেড ব্যক্তিদের শতকরা ২৩ জন এবং “সোদা”দের শতকরা ৭৫ জন আক্রান্ত হইয়াছিল । বিগত কলিকাতার এপিডেমিকের সময় যে সমুদয় ব্যক্তি বসন্ত রোগীর সংস্পর্শে আসিয়াছিল, তন্মধ্যে ভ্যাকসিনেটেড ব্দের শতকরা ২৯৯, ইনকিউলেটেড ব্দের শতকরা ১০.১,এবং সোদাদের শতকরা ৮২.৫ রোগাক্রান্ত হইয়াছিল । অনেকে বলিয়া থাকেন টীকা গ্রহণের পরেই অনেকে বসন্তাক্রান্ত হইয়াছিল। টাকার দিবসে কিম্বা পর দিবসে কাহারও কাহারও জর হইয়া পরে বসন্তের ইরপশন নিৰ্গত হইয়াছে বটে ; এই স্থলে রোগের কারণ টীকা নহে, কিন্তু ইতিপূৰ্ব্বে দেহপ্রবিষ্ট বসন্তবিষ । টাকার দানা কিম্বা জ্বর পঞ্চম দিবসের পুৰ্ব্বে প্রকাশিত হয় না ; তখন যে জ্বর হয় তাহাও সামান্য । টীকাজনিত প্ৰবল জ্বর নবম কি দশম দিবসেই হইয়া থাকে। সুতরাং টীকার অব্যবহিত পরেই জ্বর হইয়া বসন্তের ইরপশন নিৰ্গত হইলে টাকার স্কন্ধে সমুদয় দোষ আরোপ করা অতি অর্বাচীিনের কৰ্ম্ম । তখন পৰ্য্যন্ত টীকার কোন প্ৰকার ক্রিয়ার আরম্ভ হয় নাই। রী-ভ্যাকসিনেশনের ফল আরও প্রত্যক্ষ । বিগত কলিকাতা এপিডেমিকের সময় যাহাদিগের রী-ভ্যাকসিনেশন সকসেসফুল হইয়াছিল তাহদের কাহারও বসন্ত হয় নাই । ক্যাম্বেল হাসপাতালে বহু সংখ্যক কুলী, নাস ও চিকিৎসক 之>