পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YG 8 সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান। ৬.৯ ভ্যাকসিনেটেড ২.৭ ইনকিউলেটেড, ১৪ পূর্বে বসন্তাক্রান্ত, এবং ৮১৯ “সোদা”। ১০ বৎসরের নিম্নবয়স্ক ভ্যাকসিনেটেড কেহই মরে নাই। যে সমস্ত ভ্যাকসিনেটেড ব্যক্তি আক্রান্ত হইয়াছিল, তাহদের মধ্যে মৃত্যু সংখ্যা শতকরা ৮.৭, আক্রান্ত ইনকিউলেটেড ব্দের মৃত্যু সংখ্যা শতকরা ২০, এবং আক্রান্ত “সোদা”দের মৃত্যু সংখ্যা শতকরা ৫৩.৮। ডাক্তার আবটের বিখ্যাত তালিকা পাঠ করিলে জানা যায় সমগ্ৰ ইউরোপে ভ্যাকসিনেটেডদের মধ্যে বসন্তজনিত মৃত্যু সংখ্যার অতিশয় হাস হইয়াছে। বিগত দুই বৎসরে কলিকাতায় বসন্তে ২,০১৮ মৃত্যু হইয়াছিল বলিয়া দেশময় হৈ চৈ পড়িয়া গিয়াছিল। কিন্তু কলিকাতায় ১৮৩২-৩৩ সালে ঐ রোগে ৩২২৭, ১৮৪৪ সালে ২৮৪০, ১৮৪৯-৫০ সালে ৬১৫8, ১৮৫৭ সালে ৩১৭৭ এবং ১৮৬৪-৬৫ সালে ৫৫৫৬ মৃত্যু ঘটিয়াছিল। ১৮৮০ হইতে ১৮৯৫ সাল পৰ্য্যন্ত বসন্তাজনিত মৃত্যু ৪০০০, কিন্তু ১৮৪৯-৫০ সালের মৃত্যু সংখ্যা ৬০ ০০, এবং ১৮৬৪-৬৫ সালের মৃত্যু সংখ্যা ৫৫০০ ; অর্থাৎ টাকা প্রচলনের পূর্বে এক এপিডেমিকে যত মৃত্যু হইত, ইহার পরবর্তী ১৬ বৎসরেও তত মৃত্যু হয় নাই। সার জন সাইমনের তালিকা পাঠেও জানা যায় সমগ্ৰ ইউরোপে টীকা প্রচলনের পর বসন্তজনিত মৃত্যু সংখ্যার অনেক হ্রাস হইয়াছে। টাকাবিরোধীগণ বলেন, ইনকিউলেশনের হ্রাস এবং সাধারণ স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে বসন্তেরও হাস হইয়াছে; টীকা এই হাসের কারণ নহে। ইহার উত্তরে ডাক্তার ম্যাক ভেল বলেন, বর্তমান শতাব্দীর প্রারম্ভে ইনকিউলেশনের হাসের সঙ্গে সঙ্গে বরং বসন্তের বৃদ্ধি হইয়াছিল, এবং ডাক্তার আবটের তালিকা পাঠে জানা যায় সুইডেন ও কোপেনহাগেনে কস্মিনকালে ইনকিউলেশন প্রচলিত ছিল না, কিন্তু সেখানেও টীকা প্রচলনের পর বসন্তের হাস হইয়াছিল। অতএব ইনকিউলেশনের তর্ক অগ্রাহা । স্বাস্থ্যোন্নতির তর্কেরও মূল নাই। ডাক্তার ম্যাক ভেল বলেন যে বিলাতে সাধারণ স্বাস্থ্যোন্নতির সঙ্গে সঙ্গে হাম ও হুপিং কফের হাস হয় নাই, অথচ বসন্তোর হাস হইয়াছে দেখিতে পাওয়া যায় ; তবে বসন্তের হাসের কারণ যে সাধারণ স্বাস্থ্যোন্নতি তাহ। কিরূপে বলা যাইতে পারে ? রেজিষ্ট্রার জেনারেলের তালিকা পাঠে জানা যায় যে ১৮৩৮ হইতে ১৮৮৭ সাল পৰ্য্যন্ত বিলাতের মৃত্যু সংখ্যার শতকরা ৯ ইনকিউলেশনের তর্ক। স্বাস্থ্যোন্নতির তর্ক ।