পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ぐや সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । বসন্তরোগীর পরিচর্য্যা ও চিকিৎসায় দিবারাত্র নিযুক্ত ছিল; তাহাঁদের সকলকেই পুনর্বার টীকা দেওয়া হয় । তাহাদের মধ্যে কাহারও বসন্ত হয় নাই ; কিন্তু কোন কোন বসন্তরোগীর সঙ্গে যে ২৪ জন। “সোদা”ভূত্য ছিল তাহাদেরই মধ্যে একজন বসন্তে আক্রান্ত হয়। বিলাতে মেট্ৰ'পলিটান এসাঁইis catt &fnirst(1 (Metropolitan Asylum Boards Hospitals) ৭৩৪ জন কুলী ও নাস বসন্তরোগীর পরিচর্য্যায় নিযুক্ত ছিল। তাহাদের মধ্যে যে ১০ জনকে রী-ভ্যাকসিনেট করা হয় নাই, তাহারা সকলেই বসন্তাক্ৰান্ত হইয়াছিল। কিন্তু অবশিষ্ট ৭২৪ ব্যক্তির কিছুই হয় নাই। এস্থলে বিগত কলিকাতা এপিডেমিকের সময় সংঘটিত কতিপয় ঘটনার উল্লেখ করিব। (১) বরাহনগরে একজন টীকা-বিরোধী ধনী সওদাগরের পরিবারে ১৪ জন লোক ছিল। তন্মধ্যে তিনজন কলিকাতা-জাত বধু ব্যতীত কাহারও টীকা হয় নাই। “সোদা” ১১ জন। সকলেই বসন্তাক্রান্ত হইল এবং তন্মধ্যে ৪ জনের মৃত্যু হইল। বধূগণ দিবারাত্রি রুগ্ন স্বামী ও সন্তানদের শুশ্রুষা করিয়াছিল ; তন্মধ্যে একজন মাত্র অতি সামান্য ভেরিওলয়েড (varioloid ) বা মডিফাইড স্মল পক্সে আক্রান্ত হইয়া ১২ দিনের মধ্যেই আরোগ্য লাভ করে। দ্বিতীয় বধু সসত্ত্বাবস্থায় রুগ্ন স্বামীর নিকটে থাকিয়াও আক্রান্ত হয় নাই ; কিন্তু স্বামীর মৃত্যুর অতি অল্প দিবস পরে যে সন্তান প্রসব করে তাহার ২৪টা মাত্র বসন্তের দানা নিৰ্গত হইয়াছিল। (২)একজন উদ্ধতন কৰ্ম্মচারীর গৃহে ২০ জন লোক বাস করিত, তন্মধ্যে একটিমাত্র শিশু “সোদা” ছিল। পাড়ায় বসন্ত আবিভূতি হইলে সেই শিশুই আক্রান্ত হইয়া ২ সপ্তাহের মধ্যে প্রাণত্যাগ করে। তাহার মাতার শৈশবে ভ্যাকসিনেশন হইয়াছিল। তিনি শিশুকে দিবারাত্ৰি কোলে করিয়া স্তন্য পান করাইতেন । কিছু দিন পর তাহার স্তনের চারি পাশে ২৪ টা বসন্তের দানা নিৰ্গত হইয়া অল্প দিবসের মধ্যেই শুষ্ক হইয়া গিয়াছিল। (৩) একজন প্ৰসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরিবারে ১৫ জন লোক ছিল ; তন্মধ্যে কেবল একটা ৬ মাসের শিশুর টীকা হয় নাই। বসন্ত এপিডেমিকের সময় তাহারই উক্ত রোগে মৃত্যু হয় । বৃদ্ধ চিকিৎসক আমার নিকট দুঃখ প্রকাশ করেন যে কলিকাতার একজন টীকাবিরোধী হোমিওপ্যাথের মন্ত্রণায় তিন শিশুকে টীকা দেন নাই। শিশুর