পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্ত নিবারণের উপায়। Σ\υ Σ (initiative stage) Ki SAN TII, R fra ইরাপ छेिङ ষ্টেজৰ (eruptive stage) বা দানা নিৰ্গমন,৭৮ দিন অথবা প্রথম জ্বরের ৮, ১০ দিন পর। পৰ্য্যন্ত। GuffC<ssie (dessication) (A** ডিক্রস টেশন২ cềSĩ (decrzstafảo? stage) বা মামড়ী গঠন ও মামড়ী পতন—প্রথম জ্বরের একাদশ দিবস হইতে দানা শুষ্ক হইতে থাকে, চতুৰ্দশ দিবসে মামড়ী উঠিতে থাকে, এবং সাধারণতঃ ২১ দিনে সমস্ত পড়িয়া যায়। অনেক স্থলে ৫২৬ সপ্তাহ পৰ্যন্ত মামড়ী চৰ্ম্মসংলগ্ন থাকে। এই জন্য বসন্ত রোগীকে ৬ সপ্তাহ পৰ্য্যন্ত স্বতন্ত্র ভাবে রাখিবার নিয়ম। বসন্ত দানার বিশেষ লক্ষণ অম্বিলাইকেশন ( avabazzation ) বা নাভির আকার ধারণ ; জ্বরের সপ্তম কি অষ্টম দিবসে দানার মধ্যস্থল নিম্ন এবং চতুষ্পার্শ্ব উচ্চ হয় বলিয়া ইহার উক্তরূপ আকার হয়। বসন্ত রোগীর মৃত্যু সংখ্যা শতকরা ১৫ হইভে ৩০ । সংক্রামক অবস্থা ( draffective period ) জ্বরারম্ভ হইতে সমুদয় মামড়ী পড়িয়া যাওয়া ও সমুদয় ক্ষত শুষ্ক হওয়া পৰ্য্যন্ত ; অর্থাৎ গড়ে ৬ সপ্তাহ পৰ্যন্ত এই রোগ সংক্ৰামক । নিবারণের উপায়-বাটীতে বসন্ত হইলে নিম্ন লিখিত নিয়ম পালন করিতে হইবে :- (১) রোগের আরম্ভমাত্ৰ স্বাস্থ্যরক্ষক বা চিকিৎসকদের পরামর্শ গ্ৰহণ করা কীৰ্ত্তব্য । (২) রোগীকে হাসপাতালে পাঠান সম্ভবপর হইলে তদ্বিষয়ে বিলম্ব করা অনুচিত । (৩) রোগীকে হাসপাতালে প্রেরণ করা অসম্ভব হইলে, সমুদয় গৃহ কিম্বা রোগীর গৃহ জনশূন্য করা বিধেয়। কেবল শুশ্ৰষাকারী কতিপয় ব্যক্তি টীকাগ্ৰহণ পূর্বক থাকিতে পারে। (৪) বাটীতে কুঠারী অধিক থাকিলে, সৰ্ব্বোচ্চতলে রোগীকে রাখা কৰ্ত্তব্য। কার্পেট, বাক্স প্রভৃতি সমুদয় অনাবশ্যকীয় সরঞ্জাম স্থানান্তরিত করিতে হইবে। রোগীর ব্যবহারের জন্য এক প্রস্থ স্বতন্ত্র তৈজস পত্র রাখিতে হইবে । মক্ষিক নিবারণের জন্য রোগীকে মশারির ভিতর রাখা কৰ্ত্তব্য ।