পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S VIR সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । (৫) শুশ্রুষার জন্য দুইটী লোকের প্রয়োজন। শুশ্রুষাকারী:দিগকে বাহিরে যাইবার পূর্বে বস্ত্ৰ ত্যাগ করিয়া হস্ত পদ ডিস ইনফেক্ট করিতে হইবে । র্যাহারা রোগী দেখিতে আসিবেন তাহাঁদের জন্য একখানি ভারি চাদর রাখিতে হইবে । সেই চাদরে তঁাহারা স্বীয় বস্ত্ৰ ঢাকিয়া রোগী দেখিবেন, এবং বাহিরে আসিবার পূৰ্ব্বে ঐ চাদর ত্যাগ করিয়া হস্ত পদ ডিসাইনফেক্ট করিবেন। (৬) যদি বাটীর অপর সমুদয় লোক স্থানান্তরিত করিবার সুবিধা না। থাকে, তাহা হইলে ঐ গৃহবাসী কৰ্ম্মচারী, দোকানী প্রভৃতির কৰ্ম্মস্থানে গমন কিম্বা স্কুল প্ৰভৃতি সাধারণের সমাগম স্থানে যাতায়াত ৬ সপ্তাহের জন্য স্থগিত করিতে হইবে । (৭) নাপিত, ধোপা, দরজী প্রভৃতির প্রবেশ নিষেধ । (৮) রোগী সাধারণের পাইখানা, ও স্নানের ঘাট প্রভৃতি ব্যবহার করিবে | (৯) সমুদয় স্ক্যাব পড়িয়া যাওয়া ও সমুদয় অলসার আরোগ্য হওয়া পৰ্য্যস্ত, অর্থাৎ গড়ে ৬ সপ্তাহ পৰ্য্যন্ত, রোগীকে বাহির হইতে দেওয়া উচিত নয়। (১০) মল মুত্রাদিতে ওয়ান পাসেণ্ট করোসিভ সব্লিমেট লোশন ঢালিতে হইবে। কফ পূয, ইত্যাদি ন্যাকড়ায় মুছিয়া ঐ ন্যাকড়া দগ্ধ করিতে হইবে। সৰ্ব্বাঙ্গে কাব লাইজড পোস্তের তৈল ( zazéro/asez zozy ozZ ) মাখান উচিত। এক আউন্স তৈলে এক ড্রাম পৰ্য্যন্ত কাবলিক য়্যাসিড, ঢালা যায় । (১১) ড়েণ ও পাইখানায় ওয়ান পার্সেন্ট করোসিভ সক্সিমেট লোশন বা বাজারের কাবলিকের স্যাটিউরেটেড সলিউশন (saturated solution of crude carbolic ) biff ICTS IRRÇg | (১২) শুশ্রুষাকারীদের বস্ত্র রৌদ্রে দিবার পূর্বে ভালরূপে গরম জলে সিদ্ধ করিতে হইবে । (১৩) রোগীর তৈজস পত্ৰাদি প্রথমতঃ কাবলিক লোশনে ধুইয়া তৎপর শুদ্ধ জলে ধুইতে হইবে। (১৪) বাহিরে এমন ভাবে গন্ধক জালাইতে হইবে, যাহাতে গন্ধকের ধূম রোগীর গৃহে প্ৰবেশ করিয়া কষ্ট উৎপাদন না করে।