পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্কালে টিনা ও চিকেন পক্স । >や○* চৰ্ম্ম সম্পূর্ণরূপে উঠিয়া যাওয়া ও সর্দি কাসি সম্পূর্ণরূপে আরোগ্য হওয়া পৰ্য্যন্ত রোগীকে পৃথক রাখা উচিত। রুবিওলা বা জৰ্ম্মণ Frisir (rubeola or German measles)- কতকটা হামের মতন; কিন্তু ইহাতে তত সর্দি হয় না এবং ইহা সংক্ৰামক নহে। (s) -sti festi (scarlatina) i এই রোগ আমাদের দেশে প্রবল নহে, সুতরাং ইহার বিস্তারিত আলোচনা করা নিম্প্রয়োজন। বিলাতে এই রোগ খুব প্রবল। ক্লাইন বলেন মানুষ্যের ন্যায় গরুর এক প্রকার স্কালে টিনা হইয়া থাকে। উভয়ের রোগগ্ৰস্ত টিশুতে তিনি এক প্রকার মাইক্রোককাস প্রাপ্ত হইয়াছিলেন। ঐ মাইক্রোককাস দুগ্ধে বৃদ্ধি প্ৰাপ্ত হয়। উক্ত রোগাক্ৰান্ত গরুর দুগ্ধ পানবশতঃ নাকি মেরিলিবোনে (Marylebone) স্কালেট ফিভার এপিডেমিক আকার ধারণ করিয়াছিল । (8) চিকেন, 93 (chicken pox) | পানিবসন্ত বসন্তের ষ্ঠায় সংক্রমিক। ইহার ইনকুবেশন পিরিয়ড ১৩। হইতে ১৭ দিন (ঝিমাসেনের সাইক্লোপীডিয়া অনুসারে ) ; কিন্তু অনেক স্থলে ৪ দিনের পর রোগ প্রকাশিত হইতে দেখিয়াছি। ইনিসিয়েটিভ ষ্টেজ ২৪ ঘণ্টা । ইরূপ টিভ ষ্টেজ সাধারণতঃ ৪৫ দিন। ৪৫ দিন পর দানা শুদ্ধ হইতে থাকে। চিকেন পক্স রোগীকে ১৪ দিন কোয়ারেন্টাইনে (quarrantine) <il j2: KR v5iCK রাখিলেই চলে। রোগীর শষ্যা, বস্ত্ৰ ও গৃহ প্রভৃতি রীতিমত ডিস ইনফেক্ট করা উচিত। ২। নাভাস সিষ্টেমৃ সংক্রান্ত রোগ। (affecting the nervous system) (s) টেটেনাস (tetanus) প্রিডিম্পোজিং কাজ-অতিশয় শৈত্যের সংস্পৰ্শ, সিক্ত ভূমিতে শয়ন বা কোন প্রকার আঘাত প্ৰাপ্তি ।